![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ যে শিশু .................................. রেনেসাঁ
আজ যে শিশু
পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার তরে
একটি সাজানো বাগান চাই।।
আজ যে শিশু
মায়ের হাসিতে হেসেছে
আমরা চিরদিন
সেই হাসি দেখতে চাই
রেল লাইনের পাশে নয়
অন্ধকার সীড়িতেও নয়
প্রতিটি শিশু মানুষ হোক
আলোর ঝর্ণা ধারায়।
শিশুর আনন্দ মেলায়
স্বর্গ নেমে আসুক।।
হাসি আর গানে ভরে যাক
সব শিশুর অন্তর
প্রতিটি শিশু ফুলেল হোক
সবার ভালবাসায়
শিশুর আনন্দ মেলায়
স্বর্গ নেমে আসুক।
২| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৪১
পেপার রাইম বলেছেন: এটা রেনেসাঁর একটা গানের লিরিক্স
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন:
হাসি আর গানে ভরে যাক
সব শিশুর অন্তর
প্রতিটি শিশু ফুলেল হোক
সবার ভালবাসায়
শিশুর আনন্দ মেলায়
স্বর্গ নেমে আসুক।
সুন্দর পোষ্ট +++