![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিলার উপর দাঁড়িয়ে শহীদ মিনার, শাবিপ্রবি
পাতার খেলা,শাবিপ্রবি
মৃত বৃক্ষের ক্রন্দন,শাবিপ্রবি
সন্ধ্যায় সিলেট শহর
সাদা,নীল আর সবুজের সমাহার,গ্রামবাংলা
সময় আর নদীর স্রোত পাশাপাশি,আড়িয়াল খাঁ
বন্ধুর হাতে হাত রেখে চলা,আড়িয়াল খাঁ নদ
ছবিগুলো নিতান্তই শখের বসে অনভিজ্ঞ হাতে তোলা, আইফোন ৫এস ক্যামেরা ব্যবহৃত।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩০
পেপার রাইম বলেছেন: ধন্যবাদ, সুমন ভাই
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলান ভালো।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭
পেপার রাইম বলেছেন: শুনে ভাল লাগল
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯
ডঃ এম এ আলী বলেছেন: শাবিপ্রবির মরা গাছটির ছবি ভাল লাগল । অাপনি কি জানেন কেন এখনো মরা গাছটি সেখানে দাড়িয়ে আছে!!!! আমার মনে হয় এর পিছনে অনেক ইতিহাস আছে । সরকারী প্রতিষ্টানের মরা গাছ কাটা এত সহজ কাজ নয় , এর জন্য অনেক ঝক্কি ঝামেলা আছে!!!! একবার খবরের কাগজে দেথেছিলাম কোন এক প্রতিষ্ঠানের আঙ্গিনা হতে মরা গাছ কাটা নিয়ে বিশাল তুলকালাম কান্ড হয়ে যেতে ।
প্রথমেই ছিল গাছটি কেন মারা গেল সে জন্য তদন্ত কমিটি করা হয়েছিল । দায়দায়ীত্ব নিরোপনের জন্য কার গাফিলতিতে গাছটি মারা গেল , সেটা যেন মারা না যায় সে জন্য কি কি ব্যাবস্থ নেয়া হয়েছিল , মন্ত্রনালয়কে সময়মত অবহিত করা হয়েছিল কিনা , গাছটির বিষয়ে মন্ত্রনালয়ের কি নির্দেশনা ছিল , তা সঠিকভাবে মানা হয়েছিল কিনা ইত্যাদি অনেক প্রশ্ন , একটি গাছ বেড়ে উঠতে শত বছর লাগে আর তা এমনি এমনি মরে যাবে তা হয়না , তাই এর মৃত্যুর জন্য দায়ীদের বিরোদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে ইত্যাদি ইত্যাদি ।
পরবর্তী পর্যায় হলো গাছটি কাটা নিয়ে । গাছ কাটার বিষয় নিয়ে আরেকটি তদন্ত কমিটি করা হল । কমিটির করনীয় বিষয় ছিল নিম্মরূপ :
১) পুর্বের তদন্ত কমিটির কাজ কর্ম শেষ না হওয়ায় কোন ক্ষমতায় গাছটি কাটা হল তার কারণ ও দায় দায়িত্ব নিরোপন করা
২) গাছটি কাটার বিষয়ে কোন ঠিকাদার নিয়োগ করা হয়েছিল তিনা তা যাচাই করা
৩) গাছটি কাটার জন্য প্রয়োজনীয় অর্থ সঠিকভাবে প্রাককলন করা হয়েছিল কিনা এবং এখাতে অর্থ ব্যয়ের জন্য যথাযথ কতৃপক্ষের অনুমোদন ছিল কিনা ।
৪) গাছ কাটার জন্য ঠিকাদার নিয়োগ করা হলে তার জন্য যথাযথ ভাবে টেন্ডার আহ্বান করা হয়েছিল কিনা ।
৫) ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল কিনা ।
৬) গাছটি কাটার সময় আশেপাশের অন্য গাছপালা ও লোকজনের নিরাপত্তা বিধানের জন্য কি কি ব্যবস্থা নেয়া হয়েছিল
৭) কাটা গাছটি নিয়া কি করা হয়েছে ও কি কাজে লাগানো হয়েছে
৮) মরা গাছটির বাজার মুল্য সঠিকভাবে নিরোপন করা হয়েছিল কিনা ।
৯) এটা বিক্রয় করা হলে টেন্ডার আহ্বান করা হয়েছিল কিনা ।
১০) গাছটি কাটা নিয়ে ও বিক্রয় নিয়ে কোন অনিয়ম হয়ে থাকলে তার দায় দায়িত্ব নিরোপন করা । ইত্যাদি ।
পরিশেষে সংবাদ ভাষ্যে বলা হয়েছিল যে গাছটি মরা থেকে শুরু করে কাটা ও মরা গাছের ব্যবহার নিয়ে অনেক অনিয়ম পাওয়া যায় এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রসাসনিক ব্যব্স্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে ।
এখন বুঝেন সরকারী প্রতিষ্ঠানের মরা গাছ কাটা কত কঠীন !!!! তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে মরা গাছটি অতি শীঘ্র অপসারণ করা হোক সে কামনা করি ।
শুভেচ্ছা রইল
১০)
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪
পেপার রাইম বলেছেন: ভালো লাগলো আপনার কথা, ভালো থাকুন।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৫
পেপার রাইম বলেছেন: ধন্যবাদ
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২
প্রণব দেবনাথ বলেছেন: ভালই লাগছে তবে ছবিগুলোর ফ্রেম গুলোকে আরো ঠিক করলে বেশী ভালো লাগতো।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬
পেপার রাইম বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য,এরপর থেকে চেষ্টা থাকবে ঠিক করার ।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৯
রক্তিম দিগন্ত বলেছেন:
ছবিগুলো বেশ ভাল। +
তবে কিছু বর্ণনা থাকলে আরো ভাল লাগতো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৯
পেপার রাইম বলেছেন: ধন্যবাদ, এরপর থেকে চেষ্টা করব। ভালো থাকুন
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১০
খোরশেদ মাহমুদ বলেছেন: ছবি গুলি মন ছুয়েছে আমার
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৭
পেপার রাইম বলেছেন: ধন্যবাদ
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৭
পেপার রাইম বলেছেন: আপনাকে ধন্যবাদ তামান্না
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: আরো ভাল ভাল ছবি পোস্ট দিন। ভালো থাকুন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২
পেপার রাইম বলেছেন: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৮
সুমন কর বলেছেন: সুন্দর !