নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

েপপার ওয়াল্ড এক্সক্লুসিভ

০১৭১১৩০৩৮৬৭

েপপার ওয়াল্ড এক্সক্লুসিভ › বিস্তারিত পোস্টঃ

"পেপার ওয়াল্ড এক্সক্লুসিভ" এর আত্মপ্রকাশ ..................

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

একদিন একটা খবরের কাগজ হাতে নিয়ে নাড়াচাড়া করছিলাম- ভাবলাম আজ এই পত্রিকাটি পড়ার পর এর প্রয়োজন ফুরিয়ে যাবে; আগামীকাল এটা ঘরের কোনে রেখে দিব পরশু এটা শেরদরে বিক্রি করে দিব। অথচ এটাকে নতুন কোন রুপ দেওয়া গেলে এর আত্মপ্রকাশ হবে ভিন্ন। অফিস শেষে বাড়িতে ফিরে শুরু হলো চেষ্টা..........

পরদিন কিছু একটা বানিয়ে অফিসে নিয়ে এলাম। অফিস সহকর্মী নুরুল্লাহ সিদ্দীক জিনিসটা দেখেই আমাকে উৎসাহ দিয়ে বলল,"আপনিই পারবেন"। সত্যি বলতে কি আমি ভীষন অনুপ্রাণিত হলাম, আমার মনের তাগিদ অনেক বেড়ে গেল। এর ধারাবাহিকতাই হলো আজকের "পেপার ওয়াল্ড এক্সক্লুসিভ"।

পরবর্তীতে আমার আরেক সহকর্মী আমিনুল ইসলাম পলাশ আমাকে নিয়ে গেল এস,ই,ও এর উপর ফ্রি ক্লাস করতে; অর্গানাইজার ঃ ক্রিয়েটিভ আইটি, ধানমন্ডি। তারিখঃ ২৭.১০.২০১৪ইং সময়ঃ বিকাল : ৬.০০টা। এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে ক্রিয়েটিভ আইটির জনাব মোঃ একরাম ভাইয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ঐ দিনের ক্লাসে ওনার ট্রিপস্ গুলি নাপেলে হয়তো অনেক ধারনারই জন্মহতো না।

আজ এ পর্যন্ত আসার পিছনের প্রতিটি শ্রমই সার্থক মনে হবে, যদি এ থেকে দেম তথা জাতি উপকৃত হয়। এটা সম্পূর্ন একটি ব্যতিক্রম ধর্মী গবেষনা। এর মাধ্যমে ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন সুযোগ হবে বলেই আমার বিশ্বাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.