নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://bd786m.blogspot.com/

সবাকে ধন্যবাদ।

মোমতাজুল হক পাপ্‌পু

দেশের জন্য কিছু করতে পারিনি আপনারা করছেন-আন্তরিক ধন্যবাদ। ১৯৭১ সন থেকে এ পর্যন্ত দেশের শাষন কাটামোটা দেখুন প্লীছ -এক রখমই আছে । একদম সাধারন পাবলিক সরকারি যে অফিসেই যাক , তাদের মূল্যায়ন করা নেই। জমিদরদেরদের সামনে যেমন তার প্রজারা ঠিক তেমনি আজকের পাবলিকরা।হাসিনা,খালদা,জামাত দিয়ে কি হবে।আমাদের অবস্তা অই প্রজাদের মত হয় -তাহলে উনাদের দিয়ে --------

মোমতাজুল হক পাপ্‌পু › বিস্তারিত পোস্টঃ

কিছু ভাল না লাগা কথা।

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আমি বাংলা ভালো লিখতে পারি না।অভ্রথেকে ক্লিক করে করে লিখতে হয়। ২ লাইন লিখতে ২০ মিনিট ( কারেন্টের যা অবস্তা ২৪ ঘন্টায় ৫ ঘন্টা থাকে ) লেগে যায় । ঐ ( ১টি নিবন্দ,৩টি কবিত ও ২টি গান )গুলো সময় করে শুনলে হয়ত দেশাত্ত্ববোধক কিছু উপকরন পাবেন। যা সাধারনুষের কিছুটা উপকারে আসবে মনে হয়। আমাদের এই দরিদ্র দেশটির দিকে তাকান, এটি কি ভালই চলছে।সরকারি যে প্রতিস্টানটিতেই যান ঐ খানেই কি দুরনীতি নাই ? নীতি-আদরশ্য কি কোথাওআছে ? কেন নাই ? আমার পরিচয়:- নাম :- মোমতাজুল হক (পাপ্পু ) , গ্রম:- দ্বীপশ্বর, উপজিলা:- হোসেন পুর , জিলা:- কিশোর গন্জ, বিভাগ:- ঢাকা । ৬ বৎসর পুর্বে ব্রেইন ষ্টোক করে অকর্মন্য হয়ে আছি,চলাফেরা করতে পারি। ব্যবসায় বসেছিলাম,ব্যাবসার ঝামলা,চিন্তা করলে মাথায় সমস্যা হয়,অগত্যায় বাদ দিলাম।বাপ কছু সম্পদ রেখে গিয়েছিলেন,ফলে স্ত্রী ও এক মেয়ে নিয়ে আপনাদের দোয়ায় ভালই আছি। ভুল হলে মাফ করবেন সাধারন পাবলিকের কথা শুনুন ১ টি নিবন্দে(এ কেমন বালাদেশ),১১ টি কবিতা ও গানে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.