নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://bd786m.blogspot.com/

সবাকে ধন্যবাদ।

মোমতাজুল হক পাপ্‌পু

দেশের জন্য কিছু করতে পারিনি আপনারা করছেন-আন্তরিক ধন্যবাদ। ১৯৭১ সন থেকে এ পর্যন্ত দেশের শাষন কাটামোটা দেখুন প্লীছ -এক রখমই আছে । একদম সাধারন পাবলিক সরকারি যে অফিসেই যাক , তাদের মূল্যায়ন করা নেই। জমিদরদেরদের সামনে যেমন তার প্রজারা ঠিক তেমনি আজকের পাবলিকরা।হাসিনা,খালদা,জামাত দিয়ে কি হবে।আমাদের অবস্তা অই প্রজাদের মত হয় -তাহলে উনাদের দিয়ে --------

মোমতাজুল হক পাপ্‌পু › বিস্তারিত পোস্টঃ

আমরা কেমন মুসলমান বুজতে পারছি না।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

আচ্ছালামু আলাইকুম । বাংলাদশে মুসলমানের পারসন্টিসের হিসাবে কত পারসেন্ট মুসলমান সটিক আমি জানিনা। তবে ৯০ থেকে ৯৫ পারসেন্ট এর ভিতরেই হবে মনে হয়।বেশির ভাগের পরিচয় পাই,কিছু বিষেস সময়ে। মুসলমনির ( খতনা ) সময়, বিয়েশাদির ( হুজুর খুজি ) সময়, মৃর্তুর পর( হুজুর খুজি ) জানাযার সময়।আর এবিষয়টা সমাজে যারা ভাল শিক্কীত,গেয়ানি-গুনি,বুদ্বিজিবি তাদের মধ্যাই ( আমার মাপকটিটা ভুলও হতে পারে তার জন্য ওনাদের কাছে পূর্বেই মাফ চেয়ে নিচ্ছি ) বেশি প্রতিয়মান। আর ( আমার মত ) মুর্খদের মনে নামদারি মুসলমান হওয়ায় কারনে মাঝে মধ্যা হলেও একটু আদটু যাতনা হয়। কারন মুর্খ তো । মনে ( শিক্কার) আলো নাই। ভিতরটা অন্দকারে আচ্ছন্য। নিতী আদর্শহীন মুর্খ ও শিক্কীত. কে দেশের বেশি খতি করতে পারবে ? এ প্রস্নের জবাব আশা করি পাটকের কাছে। আমার লিখটা এলোমেলো হয়ে গেলো। তার জন্য ঙ্কমাপ্রার্থী সবার কাছে।

________________________________________________________________________________

### মনে ধরার মত একজন ব্লগারের কথা,আমার খুউব ভাল লেগেছে, তাই আপনদের সাথে শেয়ার করলাম। এমন গুছিয়ে অনেকেই বলতে পারে পারেন না । আমি ভাল কথা খুজি ও সংগ্রহে রাখি। ###

________________________________________________________________________________

সাধারন মানের একজন মানুষ আমি , ভুল করি, ভুল স্বীকার ও করি। নিজের দুর্বলতা ঢেকে রাখতে চেস্টা করি না খুব একটা।...............।। মানুষকে পর্যবেক্ষন করতে ভালো লাগে। মাঝে মাঝে ব্যাস্ত রাস্তার পাশে চুপটি করে দেখি ব্যাস্ত মানুষ, ছুটে চলা মানুষ দেখতে ভালো লাগে। জীবনের কোলাহল দেখতে ভালো লাগে। একা থাকতেও ভালো লাগে, মাঝে মাঝে জুছনা রাতে তার কথা ভাবতে খুব ভাল লাগে ...। অনেক একা লাগে সেই সময়টায়। অদ্ভুত এক ঘোরের মধ্যে ডুবে থাকে মন। কবিতা পড়তে পছন্দ করি, কখনো খুব একা লাগলে টেবিলে পড়ে থাকা খাতা হাতে নিয়ে কবিতা লিখার ব্যার্থ চেষ্টা করি ।। ব্লগে লিখি আইটি নিয়ে পরে থাকতে খুব ভাল লাগে , লিখতে বসলে কাজের চাপ থেকে চিন্তা থেকে একটু সময়ের জন্য পালিয়ে থাকা যায়। পড়াশোনা করছি, টুকটাক ..................... আমি আমার মত , কারো টা নকাল করতে চেস্ট্রা করিনা , কস্ট পেলে কাদি, আনন্দে হাসি, হোচট খেলে ওঠার চেস্টা করি, হেরে গেলে আবার জেতার চেস্টা করি। এই তো !........

___ জুনায়েদ মেহেদী

সব নিশীদ্ব..আমাদের কষ্ট নিশীদ্ব দুঃখ্য নিশীদ্ব..কষ্ট পাওয়ার আদেশ নাই .গানটি শোনেন..সাধারন মানুস যারা .



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.