নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের শাব্দিক প্রকাশ।

প্যারাডাইম

সুখ ব্যাপারটি খুবই আপেক্ষিক, আর সেই সুযোগে আমিও সুখী।

প্যারাডাইম › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবথেকে বড় প্যারাডক্স সমূহ? - ১

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৫



প্যারাডক্স(Paradox),বাংলা অর্থ কূটাভাস। জট পাকানো,প্যাঁচানোই প্যারাডক্সের কাজ।

আসলে কি এটা?


প্যারাডক্স হল একটা অসংগতি। এখানে এমন একটা পর্যায় আসে যা লজিক্যালি মেনে নেওয়া কঠিন বা মানাই যায় না।নিজেই নিজের সাথে সংঘর্ষ করে প্যারাডক্স।





পৃথিবীর সবথেকে বড় প্যারাডক্স কোনটি?

আমি মিথ্যা বলছি- আমার মতে এটাই পৃথিবীর সবথেকে বড় প্যারাডক্স।

যখন আমি এটা বলছি, তখন যদি ধরি কথাটা মিথ্যা , তাহলে তার মানে দাড়ায় যে ''আমি সত্য বলছি''

আবার যদি ধরে নেই কথাটা একদমই সত্যি, তাহলে ''আমি মিথ্যা বলছি'' কথাটি জিরো ভ্যালুতে চলে যাচ্ছে।

এটা বারবার পরস্পর বিরোধী লজিকে যেতে চাইবে কিন্তু কোন ফল পাবেনা।

এটিকে কোন সিস্টেমে কমান্ড করে দিলে সিস্টেমটাই একসময় হ্যা , না করতে করতে হ্যাং করে যাবে।




আপনার মতে, পৃথিবীর সবথেকে বড় প্যারাডক্স কোনটি?



একবার নাকি সক্রেটিস বলেছিলেন, “আমি শুধু একটা জিনিসই জানি। সেটা হচ্ছে আমি কিছুই জানি না।”
এর অর্থ সক্রেটিস কি আসলেই কিছু জানেন না, নাকি একটা জিনিস, বা অনেক জিনিসই জানেন?



মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের কারনে এখন আমার মাথা ঘুরাচ্ছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৭

প্যারাডাইম বলেছেন: প্যারাসিটামল খেয়ে দেখতে পারেন।

২| ০১ লা মার্চ, ২০২১ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মজাই লাগে প্যারাডক্স পড়তে ভাবতে

০৩ রা মার্চ, ২০২১ রাত ১২:০৪

প্যারাডাইম বলেছেন: আসলেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.