![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই
= শাসকরা যখন বিগড়ে যায় তখন জনগনও বিগড়াতে শুরু করে। সর্বাপেক্ষা ইতর সে ব্যক্তি যার প্রভাবে তার অধীনস্থদের মধ্যে অনাচার বিস্তার লাভ করে।
= আল্লাহর শপথ করে বলছি- আমি বাদশাহ নই যে, জনগনকে গোলাম বানিয়ে রাখব। আমি আল্লাহর একজন বান্দা মাত্র। আমাকে শাসনকার্য পরিচালনার দায়িত্বভার অর্পণ করা হয়েছে। এটি একটি আমানত, আমার দায়িত্ব হল জনগনের সুখ-শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা । যদি এ দায়িত্ব ঠিকমত পালন করতে পারি, তবেই আমার কৃতকার্যতা। আর যদি আমি শাসন কর্তৃত্বকে নিজের ইচ্ছাধীন করে নিই এবং জনগনকে তাদের প্রয়োজনের জন্য আমার পেছনে হাঁটাহাঁটি করতে বাধ্য করি, তবে আমার ফলশ্রুতি হবে জঘণ্য।
তথ্য সূত্র- "বিশ্বনবী (সাঃ) ও চার খলিফার জীবনী"মূল লেখকঃ আল্লামা তালিবুল হাশেমী অনুবাদঃ মরহুম হাফেজ মুফতী মোহাম্মদ নূর উদ্দিন এর বই থেকে নেয়া হয়েছে
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
নূর আদনান বলেছেন: ভাই এইকথা গুলান কি আজকের শাসকরা কোনদিনও নিজকানে শুনে নাই??
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬
জহির উদদীন বলেছেন: দলকানা ও দলদাসরা যেন এই পোষ্টটা পড়ে......
++++++
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০
বিলাসী বলেছেন: আমরাও আশা করি শাসক যারাই হবেন, তারা এরকম হউক। স্বয়ং করমচাঁদ গান্ধীও ওমর (রাঃ) প্রশংসা করতেন।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
খেয়া ঘাট বলেছেন: কী সুন্দর।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০
মদন বলেছেন: +++++++++++++