নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো সরল সোজা পথে যে পথ গিয়েছে জান্নাতের দিকে

এ জগতে মানুষ কারা

বিলাসী

সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই

বিলাসী › বিস্তারিত পোস্টঃ

অবশেষে প্রাণ গ্রুপের হুশ ফিরিল

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০

অবশেষে তাদের হুশ ফিরিল, অর্থাৎ প্রাণ গ্রপের হর্তা-কর্তাদের চিকন বুদ্ধি মোটা হইল। তারা তাদের হলুদ পণ্য বাজার থেকে উঠিয়ে নিবে এই মর্মে ঘোষণা দিয়েছে গতকাল। আমরা আশা করি তাদের অপরাপর যে সব পণ্য ভেজাল সমৃদ্ধ তাও তারা অতি শিঘ্রই তুলে নেবে। আমাদের কথা হলঃ বহুত কামাইছেন, এবার ক্ষ্যান্ত দেন। যা খাও্য়াইতেছেন তাতে এ জাতীর স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকবে, একমাত্র উপরওয়ালাই ভাল জানেন। গত ২২শে অক্টোবর, ২০১৩ এই ব্লগে প্রাণ গ্রপের প্রাণ মসলা সম্রর্কে একটি অনুলিখা পোষ্ট করেছিলাম। তার ধারাবাহিকতার জন্য আপনারা নিচের লিংকে গুতা মারেন।



Click This Link



প্রাণের খাদ্য মানেই হল আসল!!! একদম আসল!!!! হলফ করে বলছি!!!!!!!!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০

এন ইউ এমিল বলেছেন: তার মানে এরা প্রমানিত প্রতারক

এদের গদাম

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

বোধহীন স্বপ্ন বলেছেন: হুশ ফিরলেই ভালো । অন্তত বিদেশী আগ্রাসনের বিপরীতে একটা দেশীয় কম্পানী টিকে থাকুক ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

ব্যর্থ পাবলিক বলেছেন: প্রত্যাহার কৃত পন্য পুনরায় নতুন মোড়কে কয়েক মাস বাদেই আপনার রসুইঘরে শোভা পাবে। কাজেই খুশি হয়ে লাভ নাই......

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

হেডস্যার বলেছেন:
আইজ থেইকা প্রানের কপালে ঝাঁটা মেরে দিলাম।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

নিজাম বলেছেন: এদেশের সব কিছুতেই মনে হয় ভেজাল আছে। এক প্রাণের দোষ দিয়ে লাভ কী??

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

সোহানী বলেছেন: ব্যর্থ পাবলিক বলেছেন: প্রত্যাহার কৃত পন্য পুনরায় নতুন মোড়কে কয়েক মাস বাদেই আপনার রসুইঘরে শোভা পাবে। কাজেই খুশি হয়ে লাভ নাই......

হা তাই ঠিক...... এতা হলুদ কি করবে?? লাখ লাখ টাকা কি মনে করেন লস দিবে??? মোটেই না... তাদের লোকসানের টাকা তো আমরা শোধ দিব তা না...

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

বিলাসী বলেছেন: এক্ষেত্রে সরকার ব্যবস্থা নিতে পারে। ফেরতকৃত সমস্ত হলুদ জনসমক্ষে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ধ্বংস করতে পারেন, যাতে সেটা আর রসুইঘরে ঢুকতে না পারে। কি বলেন আপনারা??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.