![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই
গুগলের সঙ্গে যত মজা!
— গুগলের ডিগবাজি দেখতে চান? এর জন্য প্রথমে Google.com-এ যান। এরপর সার্চ-এ লিখুন—Do a barrel roll. এর পর একটু অপেক্ষা করুন। তবে সাবধান, আপনিও যেন গুগলের মতো ডিগবাজি না মারেন।
— প্রথমে Google.com-এ যান এবং সার্চ বাক্সে Zerg rush লিখে এন্টার দিন। এবার ১০ সেকেন্ড অপেক্ষা করুন। কী দেখছেন? মনে হচ্ছে, গুগল তো শেষ হয়ে গেল!
— Google.com-এ গিয়ে নির্ভুলভাবে Google Gravity trick লিখুন। এর পর সার্চ দিন এবং প্রথম এ যে লিঙ্ক পাবেন তাতে ক্লিক করুন। দেখেন তো কী হলো। গুগল মামার দেখি সবকিছু নিচে পড়ে গেছে!
— আপনার গিটার বাজানোর শখ, কিন্তু গিটার কেনার টাকা নেই। তাতে কি! গুগলে গিটার বাজাবেন। এর জন্য কিন্তু টাকা লাগবে না।
প্রথমে গিটার http://www.google.com/logos/2011/lespaul.html লিংকে যান। এর পর মনের সাধে মজা করে মাউস আর কি-বোর্ড দিয়ে গিটার বাজান। চাইলে আপনি রেকর্ডও করতে পারেন। এই অসাধারণ গিটারটি Les paul-এর ৯৬তম জন্মবার্ষিকীতে চালু করেছিল গুগল।
— আবার Google.com-এ যান। এবার Askew লেখেন। এবার ওয়েবসাইটের ডান দিকে তাকান। কী দেখলেন? মজা পাচ্ছেন তো?
— গুগলের ডিগবাজি দেখতে চান? এর জন্য প্রথমে Google.com-এ যান। এরপর সার্চ-এ লিখুন—Do a barrel roll. এর পর একটু অপেক্ষা করুন। তবে সাবধান, আপনিও যেন গুগলের মতো ডিগবাজি না মারেন।
— প্রথমে Google.com-এ যান এবং সার্চ বাক্সে Zerg rush লিখে এন্টার দিন। এবার ১০ সেকেন্ড অপেক্ষা করুন। কী দেখছেন? মনে হচ্ছে, গুগল তো শেষ হয়ে গেল!
— Google.com-এ গিয়ে নির্ভুলভাবে Google Gravity trick লিখুন। এর পর সার্চ দিন এবং প্রথম এ যে লিঙ্ক পাবেন তাতে ক্লিক করুন। দেখেন তো কী হলো। গুগল মামার দেখি সবকিছু নিচে পড়ে গেছে!
— আপনার গিটার বাজানোর শখ, কিন্তু গিটার কেনার টাকা নেই। তাতে কি! গুগলে গিটার বাজাবেন। এর জন্য কিন্তু টাকা লাগবে না।
প্রথমে গিটার http://www.google.com/logos/2011/lespaul.html লিংকে যান। এর পর মনের সাধে মজা করে মাউস আর কি-বোর্ড দিয়ে গিটার বাজান। চাইলে আপনি রেকর্ডও করতে পারেন। এই অসাধারণ গিটারটি Les paul-এর ৯৬তম জন্মবার্ষিকীতে চালু করেছিল গুগল।
— আবার Google.com-এ যান। এবার Askew লেখেন। এবার ওয়েবসাইটের ডান দিকে তাকান। কী দেখলেন? মজা পাচ্ছেন তো?
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
বিলাসী বলেছেন: ভাই আপনি পেয়ে গেলেন এটাই বড় কথা।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
নুরুল আফছার অপু বলেছেন: ভাই হেব্বি মজা পাইলাম.............
আর আছে..................?????
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
বিলাসী বলেছেন: ভাই হেব্বি মজা পাইছেন এটা শুইন্না আমিও হেব্বী মাজা পাইতাছি।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
মজার জিনিস
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
বিলাসী বলেছেন: ধন্যবাদ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩
নবীউল করিম বলেছেন: দারুন............... অনেক ধন্যবাদ।দারুন............... অনেক ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
বিলাসী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
ড. জেকিল বলেছেন: মজা মানে ... সেরাম মজা পাইছি......... প্রিয়তেও নিছি, মাঝে মধ্যে মজা নিতে হইবেক।
অনেক ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
বিলাসী বলেছেন: ভাইরে আমিও মজা পাইলাম।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর জিনিশ তো! প্রিয়তে নিলাম।
ধন্যবাদ। ভাল থাকবেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
বিলাসী বলেছেন: নেন এক হাজার বার নেন, আমারতো কমবে না।
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মিয়া বাই এইটা কি দ্যাখাইলেন পোস্ট ত ফাটাফাটি ।++++++++++++++++++++
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
বিলাসী বলেছেন: কিছুই দেখাই নাই রে ভাই, টেকনোলজির ভেলকি আর কি!
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
সরকার আলী বলেছেন: লেখাটা দুইবার এসেছে।
Edit please.
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
নাহিদ রুদ্রনীল বলেছেন: মজা পাইলাম।তবে রজনীকান্তের একটা ট্রিক আছে।এখন মনে পড়ছে না।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
শ্রাবণ জল বলেছেন: আপনার লিঙ্কের গিটারে পাগলা হাওয়ার বাদল দিনে বাজালাম।
খুব মজার।
তিনটা স্কেলের সুরই আছে এটাতে।
আমি এমন কিছু খুঁজছিলাম!
থ্যাংকস থ্যাংকস থ্যাংকস।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
বেলা শেষে বলেছেন: ...really beautiful...Thanks a lot....
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
নিজাম বলেছেন: ওই মিয়া, এত সুন্দর জিনিস কই পাইলেন?