নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো সরল সোজা পথে যে পথ গিয়েছে জান্নাতের দিকে

এ জগতে মানুষ কারা

বিলাসী

সময় খুব কম, স্রষ্টাকে যেন ভুলে না যাই

বিলাসী › বিস্তারিত পোস্টঃ

সাদা রক্ত কলামের জবাব

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

বিদাত প্রসারে আপনাদের ভুমিকা এদেশের মুসলিমদেরকে গোমড়া করছে। আপনার দেওয়া লিংকগুলো পড়লাম, যেটাতে না আছে সহীহ হাদিসের দলিল, না আছে কোরআনুল কারিমের সঠিক অর্থ ও ব্যাখ্যা। শুধু আছে বুর্জুগদের কথা। ইসলাম চলে শুধু কোরআনুল কারিম ও সহীহ সুন্নাহ দিয়ে যা আমরা পাই ছয়টি প্রসিদ্ধ গ্রন্থ থেকে। এর বাইরে আর কিছু নেই, তবে এসব গ্রন্থের ব্যাখ্যা পরবর্তীকালে সলফে সালেহীনগণ আরো বিস্তৃত করে গেছেন। তবে কোরআনুল কারিম ও ঐ গ্রন্থ ছ্য়টির বাইরে গিয়ে নয়। একটি অনুরোধ আপনাদের প্রতি আপনারা ইসলামের সঠিক জিনিষগুলি এদেশের মানুষকে জানান যা সহীহ সেটুকুই কম বেশি নয়। এবং সাথে সাথে মহান আল্লাহ কে ভয় করুন। আর যদি সেটা না করেন তবে জেনে রাখুন বিচার একদিন হবেই, যেখান থেকে আপনি আমি কেউ পালাতে পারবো না। ইসলাম মানে হক্কের পথ, হক্ক মানে তিতা। খারাপ লাগলেও হক্ক কথা বলুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

বেলা শেষে বলেছেন: সাদা রক্ত কলামের জবাব, বিলাসী, I have to Great Salam & Respect to you.

....... "এবং সাথে সাথে মহান আল্লাহ কে ভয় করুন"।.....
your advise is super good advise....write more please...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.