![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।
সরকার দলের কেহ গুলা-গুলি হামলা দাওয়া পালটা দাওয়া হলে বলা হয় এটা সহিংসতা আর অন্য কেউ করলে বলা হয় এটা সন্ত্রাস সাধারন জনগণকে ভীতিপ্রদর্শন মানুষ মারার রাজনিতি ইতাহেতা আরো কত্ত কি ?? গতকাল চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় ফের যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন গ্রুপের কর্মীদের মধ্যে এ ধাওয়া পাল্টা-ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনা কে আপনি কি ভাবে নিবেন ?? আছে কি জবাব আপনার কাছে ???
দেখু বর্তমান প্রজন্মের দেশপ্রেমিক ছেলেরা কি করতেছে!!আপনি যদি অন্ধ হয়ে থাকেন তাহলে আমার বলার কিছু নাই।কিন্তু এর একটা বিহিত তো হওয়ার দরকার ।নিজের বেলায় ষোলয়ানা আর পরে সিকিও না এটা কোন ধরনের আচরন বা বিচার ??
যদি জবাব দেন মিডিয়া স্যোশাল মিডিয়া যেখানেই বলুন তাহলে কি হবে জানেন ???আজ দেশে আমা্দের বাক স্বাধিনতা আছে ?? আমরা নির্ভয়ে রাস্তায় বের হয়ে ঘরে ফিরতে পারব এই নিশ্চয়তা দিতে পারবেন ?? আমায় আপনাকে এনিয়ে কোন মিথ্যা মামলায় ফাসানো হবে তার কি ফিরিস্তি আছে ?? আমরা এখন আপনার সোনার ছেলেরা কি করতেছে।আপনি যদি অন্ধ হয়ে থাকেন তাহলে আমার বলার কিছু নাই।তবে আপনি আপনার সোনার ছেলেদের বেলায় অন্ধ থাকেন তাহলে চলবে ?? স্বাধিনতা অর্জন করলাম কিসের জন্য ??আমাদের এই অর্জন করে লাভ কি হল ???
এমপি লিটন শিশু শাহাদাতকে গুলি করে বলে ফেলল জামাত শিবির তাকে আক্রমন করেছিল তাই সে গুলি করেছে !! আশ্চর্য্য কথা জামাত শিবির আর বি এন পি যাদের কোমর ভেংগে দেওয়া হয়েছে তারা কি করে একজন সাংসদ এর উপর আক্রমন করে এটা আমার বুঝে আসেনা আর জানিনা আপনাদের কি মনে হয় ??
আইন সবার জন্য সমান হওয়া দরকার তা না হলে ফিল্মিস্টাইলে আপরাধ করতেই থাকবে আর অপরাধীদের সাজা হবেনা ??আর সাজা হলে তাহলে প্রমাণ হবে যে দেশে আইন আছে এবং আপরাত কমে যাবে।"গ্রেফতার না, জামায়াতের ভয়ে পালিয়েছিলাম "- কথাটার অর্থ কি?
একটাই পথ গণতন্ত্র গণতন্ত্র এবং কেবলই গণতন্ত্র।সেটা মুখের কথা বা সংবিধানে লিখে রাখার গণতন্ত্র নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণের গণতন্ত্র।যে রাজনীতি বিপুল সামাজিক বৈষম্য প্রতিনিয়ত সৃষ্টি করে সে কোন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা তার নাগরিকদের দিতে পারে না।গণতন্ত্র কাদের জন্য? ওরা কি গণতন্ত্র বুঝে ? ওরা শুধু বুঝে নির্দোষ নিরিহ দুর্বল সাধারন মানুয কে কি ভাবে খুন করা যায়, কি ভাবে নিজের জীবন দিয়ে নির্দোষ শিশুদের মেরে ফেলা যায়।...... ভুলের মগজে গণতন্ত্র ?গনতন্ত্র যে কতটা বিষাক্ত তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। গণতন্ত্র আমাদের কিছু দিতে পারেনি, উলটো আমাদের রক্ত চুষে নিচ্ছে।
২| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
কানিজ রিনা বলেছেন: আরে ভাই দেশে গনতন্রর নামে সন্ত্রাস তনন্র কায়েম
হয়েছে তার প্রমান আওয়ামীগের দুগুরুপের হানাহানি
রাহাজানি খুনখনি সারাদেশে নিত্যনৈমিওিক ব্যপার।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯
অভিশপ্ত জনতা বলেছেন: ভাই সাবধান থাকবেন। নাহলে আপনাকেও যুদ্ধাপরাধী / জংগী বলে সনাক্ত করতে পারে এখন।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩
আমি আবুলের বাপ বলেছেন: এমপি লিটন শিশু শাহাদাতকে গুলি করে বলে ফেলল জামাত শিবির তাকে আক্রমন করেছিল তাই সে গুলি করেছে !! কারন সুন্দরগঞ্জ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত হলো শিশু জামাতের আমির।এবার বুঝতে পারছেন?
জনপ্রিয় হলিউড তারকা জনি ডেপের ছোটো বেলার চরিত্রে অভিনয় করবে বাংলাদেশের বিস্ময় শিশু শাহাদাত হোসেন!!!! লিঙ্ক সহ
৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩
সুজন চন্দ্র পাল বলেছেন: কি বলব ভাই , বলতে গেলে জনগনের জন্য ৫৭ ধারা । আর উনাদের জন্য সাঁত-পাচ ধারা।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন:
ইহা করা ছাড়া আর কোন উপায় নেই ,ধন্যবাদ সবাইকে ।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬
কেএসরথি বলেছেন: এরকম গনতন্ত্র দেশে আরো শতবছর চলুক। দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যেতে থাকুক।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জনাব এইডা কি কইলেন এম্বায় বাছিনা আরো সস্তুর বছর বাপরে বাপ
৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
মোহাম্মদ জামিল বলেছেন: বাংলাদেশ কে বাংলাদেশ না রেখে ইন্ডিয়া ঘোষনা করা হউক [ ২০৪১ সালে আওয়ামীলীগ এর ম্যানুফিস্ট ]
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯
LadlaBd বলেছেন: সত্য কথা কখনও বলবেন না ৷