নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বাধীন দেশের পরাধিন মানব । স্বাধিন ভাবে বলতে চাই ,জানাতে চাই ,শিখতে চাই ,চাই বাক স্বধিনতা ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর)

আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর) › বিস্তারিত পোস্টঃ

সমস্ত ব্লগার স্যোশাল ইউসারদের দৃষ্টি আকর্শন ঃ পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল এ না খেলতে পারে তার জন্য প্রতিবাদ গড়ে তুলুন ব্লগ ,ফেসবুক , টুইটারে,তারা আমাদের নারি ক্রিকেটার সালমাদের অপমান করেছে ।

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮




পাকিস্তান টিভি চ্যানেল সালামদের ব্যাঙ্গ করে তার ভিডিও (Pakistan tv channel making fun of Bangladesh women cricket team


সমস্ত ব্লগার স্যোশাল ইউসারদের দৃষ্টি আকর্শন ঃ পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল এ না খেলতে পারে তার জন্য প্রতিবাদ গড়ে তুলুন ব্লগ ,ফেসবুক , টুইটারে, তারা আমাদের নারি ক্রিকেটার সালমাদের অপমান করেছে ।


আমি ৫২ এর ভাষা আন্দোলন দেখিনি দেখিছি আমাদের তরুন প্রন্মের ভাষার বাংলা ভাষার প্রতি ভালবাসা কিংবা ৬৯ এর গনজোয়ার দেখিনি দেখি বাংলা মায়ের প্রতি সহমর্মিতা বা ৭১ মুক্তিযুদ্ধ দেখিনি দেখিছি দেশের দেশপ্রেম আর তাদের প্রতি ঘৃনা ।৫২ তে আমার ভাইয়ের রক্তে রাজপথে আল্পনা অংকন করলো পাকিস্তানী পুলিশ বাহিনী।গভীর রাতে ঢাকা মেডিকেলর পাশে আমার ভাইয়ের স্মৃতি রক্ষার্থে নির্মিত হল শহীদ মিনার। কিন্তু পাকিস্তানী শাসক গোষ্ঠীর আদেশে সেই শহীদ মিনার গুঁড়িয়ে দেয়া হয়। তবে হার মানতে হয়েছিল সেদিন পাকিস্তানী শোষক ঘোষঠীকে।
তাদের বুকের উপর পা রেখে মাথা উচু করে ঠাই দাড়িয়ে রয় শহীদ মিনার।
৭১ এ আবারো আমাদের অহংকার সেই শহীদ মিনারে আঘাত হানে পাক বাহিনী। আবারো গুঁড়িয়ে দেয়া হল শহীদ মিনার। পরবর্তীতে স্বাধীন দেশে স্বাধীনভাবে মাথা উচু করে অবস্থান করে আমাদের গর্বের প্রতীক শহীদ মিনার। আজ আমাদেরশহীদ মিনার বিশ্বে মাতৃভাষার প্রতীক
হিসাবে স্বীকৃতি পেয়েছে ।
আর সেই ৫২,৬৯ও৭১এর ঘাতক দেশের লোকেরা আমাদের নারি ক্রিকেটারদের অপমান করে তারা আবার প্রমান করল যে কুকুরের লেজ কখনো সুজা হয় না তারা আসলেই প্রকৃতপক্ষে বাংলা মায়ের জাতশত্রু ।আর তাদেরকে কি করে বিপিএল এ আনা হল ?? (সব চাইতে বেশি বিদেশি ক্রিকেটার পাকিস্তানি এবার বিপিএলে খেলবে ।)

কিন্তু পাকিস্তানি টিভি চ্যানেলে বাংলাদেশী মহিলা ক্রিকেট টীম নিয়ে অপমানজনক ব্যঙ্গ করা দেখে পাকিস্তানিগুলোরে থাপ্পড় দিতে মন চাইতেছে!! এই গাধার বাচ্চাগুলোর দেশে দুনিয়ার কোন খেলোয়াড়, দল যেতে চায়না, বাংলাদেশ মহিলা ক্রিকেট টীম তবু রিস্ক নিয়ে এদের দেশে খেলতে গিয়েছে। শুধু তাই না, সকল রাজনৈতিক শত্রুতাকে পাশ কাটিয়ে আফ্রিদির সাথে সৌহার্দপূর্ণ ছবিও তুলেছে সালমারা। সে হিসেবে পাকিস্তানিদের উচিত ছিল বাংলাদেশ টীমের উপর কৃতজ্ঞ থাকা। কিন্তু তা না, ছাগলের ৮নং বাচ্চাগুলো করলো কি, টিভির কমেডি শোতে সালমার ক্যারেক্টার এনে বাংলাদেশ টীম ও সালমাকে এনে অপমানজনকভাবে ব্যঙ্গ করলো! এমনকি সালমার চেহারা নিয়েও ব্যঙ্গ করতে ছাড়েনি!! >:(এইসব ছাগলগুলোর দেশে ভবিষ্যতে কোন খেলোয়াড় পাঠানো দূরের কথা, যেকোন ইস্যুতেই মুখের উপর বলে দেয়া উচিত "মারা খা" ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৫

করাত বলেছেন: বিনা কারণে সিরিজ বাতিল করার কারণে আসেন অজি দের কে বয়কট করি।
আমাদের কে সিরিজে আমন্ত্রণ না জানানোর কারণে ভারত কে বয়কট করি।
পাকি দের কে ওদের টিভি শো এর কারণে বয়কট করি।
.।


শেষে সব দেশ কে বয়কট করে তো আর বিপিএল হবে না। লোকাল লীগ খেলা হবে। আপনি ত আবার অই খেলা টিকেট কেটে দেখবেন না?

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৭

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: আপনার সাথে আমি একমত !! না জনাব সে খেলা টিকেট কেটে দেখার কোন সম্ভাবনা নেই আমার আমি ১০০% সিউর ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২

গেম চেঞ্জার বলেছেন: আপনি আস্ত একটা ছাগল। পাকিরা সালমাকে কাঁদিয়েছে বলেই তো গায়ে লেগেছে, নাকি?

আসলে চিলে কান নিয়েছে বলে যে প্রবাদটা আছে সেটার সার্থকতা আপনি আরেকবার প্রমান করলেন। আপনি কি ঐ ভিডিও দেখেছেন? যদি দেখতেন তবে সালমাকে জুতোপেটা করার ইচ্ছে হতো। আমি তো সালমারই দোষ দেখছি। এভাবে আত্মসম্মান বিলিয়ে দিয়ে নিজের হীনতার পরিচয়ই দিয়েছে মেয়েটি। আর আপনি মিয়া ফাল পারেন পাকি ক্রিকেটার নিয়া।

পাকিরা আসলে আসুক, তাতে তাদের দেশসহ একটা বিশাল দর্শক পাবেন, সেখানে গুয়ার্তুমি করে নষ্ট করে দেবার মানে হয়না। টাকাটাই বড় কথা নয়। ক্রিকেটের একটা উন্মাদনা সারা দুনিয়ায় পড়ে যাক সেটা কি চাননা?

সবখানে দেশপ্রেম দেখাতে হয় না। দেশপ্রেম ১৬,২৬ এ হয় না। দেশপ্রেম ৩৬৫ এ নিজের সততা ও দেশের প্রতি আন্তরিক দ্বায়িত্বপালনে হয়। ত্যাগ স্বীকার করে পথশিশু, ছিন্নমূল মানুষদের নিয়ে হয়। তাদের নিয়ে না পারা যাক অন্তত নিজের অবস্থানে থেকে ঘুষ/দুর্নিতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়াতে দেশপ্রেম হাজির করেন।

আর শুনেন পাপন চাচা একজন যেইসেই মানুষ না। লোকটার বিবেক বুদ্ধি সবই আছে। তা না হলে পাকিদের আনার চিন্তাও করতো না।

১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩০

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: মিয়া আপনারে আমি কি বলব সেটা ভেবে পাচ্ছি না ভিডিও ভাল চমশা লাগাইয়া দেখেন ।


আর এই দেখুন সালমা !!

৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

সৌখিন সিংহ বলেছেন: বেজন্মারা জানে না একজন সাচ্চা পাকিস্তানি জীবনেও বাংলাদেশ তো দূরে থাক কোনো মুসলিম ক্রিকেট খেলা দেশ ভাল করলেও তাদের এতটুকু প্রশংসা করবে না। তারা নিজেদের জন্ম ও জাতীয়তার ব্যাপারে আপোসহীন ও সাচ্চা। বাঙ্গালী সাচ্চা হবে তা আশা করাও ভুল, কেননা দালালগুলো পোলাপাইন পয়দা করছে, আর ধর্ষণ হওয়া নারীরাও কিছু বেজন্মাদের জন্ম দিয়ে দিছে, যাদের বাপ পাকিস্তানে। মুসলমান হলেও পাক বাপদের চুষতে হবে। বাঙালীশালার বেজন্মাই রয়ে গেল।"

৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০

***মহারাজ*** বলেছেন: :(

৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১

ভ্যাম্পায়ার রনি বলেছেন: কি বলব

৬| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৭

এজজিলারেটেড উইন্ড বলেছেন: আহা!পেয়ারা পাকিস্তানকে বলাতে এখানেও কিছু পাকিপেয়ারা ভারত,অস্ট্রেলিয়াকে টেনে পাকিদের উপর ঝড় হালকা করতে লেগে আছে,

৭| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৫

গেম চেঞ্জার বলেছেন: এইটা পড়েন। বিসিবির মাথায় খালি খালি উল্টাপাল্টা জিনিস ঢুকে। আমার বিপিএল চুলকানি :-/ :-/

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৯

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: যত চুলকানি আছে চুলকায়া লন সমস্যা নাই তবে আপনি যে একগায়ের বাছুর আরেক গায়ে লাগান এটা ভাল করেই জানি জনাব ।ধন্যবাদ ।

৮| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪০

সিদ্ধার্থ. বলেছেন: ২ নাম্বার কমেন্টের রিপ্লাই দেখে হা হা পে গে ।


@গেম চেঞ্জার ভুলটা অন্তত স্বীকার করুন । :)

৯| ১৬ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৩

গেম চেঞ্জার বলেছেন: প্রকৃত সত্য হল সালমা সেজে অভিনয় করেছে, এটা আমি বেশ পরে বুঝেছি। পাকিদের আসলে সভ্যতাজ্ঞান নাই সেটা নিয়ে সন্দেহ রইল না। অবশ্য বোমাবাজি, জঙ্গিবাজি যাদের ডিএনএ তেই লেখা তারা আর করবেটা কি। স্যরি। সালমাকে চিনতে পারিনি বলে। আসলে খেলাও তো দেখা হয় না তেমন একটা। এটা আসলেই আমার ভূল ছিল।

১০| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

রাবার বলেছেন: পাকিস্তানরে আইজ কুনো দেশ পুছেনা, তারপরো তাগো লজ্জা নাই মনে হয়।

১১| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাকিদের অফিসিয়ালী ক্ষমা চাওয়া উচিত!!!

যখন সব দেশ তাদের বয়কট করছে- তখন বিসিবি দয়া করে তােদর বন্ধ্যাত্ব ঘোচাতে সাহায্য করেছে বলে কই কৃতজ্ঞ থাকবে তানা - মূর্খে মতো ফানের নামে সরাসরি অপমান করেছে। ধিক! শেইম!
এই শেইমের দায় বিসিবিও এড়াতে পারে না। এত কেন পিতলা পিরীত উতথলে উঠল বিসিবির পাকিদের জন্য??? কোন প‌্যাকেজ ডিল হয় নিতো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.