নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বাধীন দেশের পরাধিন মানব । স্বাধিন ভাবে বলতে চাই ,জানাতে চাই ,শিখতে চাই ,চাই বাক স্বধিনতা ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর)

আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর) › বিস্তারিত পোস্টঃ

দুই বিদেশি হত্যা ঃ উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানো হবেই হবে, প্রকৃত সত্য কখনোই বের হবে না।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭







বাংলাদেশ একেবারে খাদে চলে এসেছে । একবার পড়লে উঠা মুশকিল হবে । এগুলো নিয়ে যেন রাজনীতি না হয় । প্রত্যেকটি টার্গেট হত্যা ঘটনার সুষ্ট তদন্ত ও দ্রুত বিচার চাই ।আওয়ামী লীগ নেতারা সম্ভবত পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছেন না। দুই বিদেশি নাগরিক হত্যার পর যেসব ঘটনা ঘটেছে, বিদেশিরা যেভাবে কঠোর মনোভাব দেখাচ্ছেন, তাতে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাড়তি সতর্ক করে দেওয়া কিংবা নিরাপত্তা জোরদার করার পরও তো বিদেশিরা আশ্বস্ত হচ্ছেন না। এটি কিসের লক্ষণ?কোন ফৌজদারী অপরাধ সংঘটিত হ’লে তার তদন্ত ও আইনানূগ ব্যাবস্থা গ্রহণ করবে পুলিশ বা অন্য কোন আইন-শৃঙ্খলা বাহিনী, যেখানে আগ বাড়িয়ে তদন্তের বাইরের কারোই আগাম মন্তব্য করা ঠিক নয়;আসল অপরাধী যে হোক তার বিচার নিশ্চিত করা হোক। রাজনৈতিক পরিচয় যেন বিবেচ্য না হয়।। তাহলে আসল অপরাধীরা উৎসাহিত হবে। যা দেশর জন্য মজ্ঞল জনক না।

ঘটনার পরপরই যেখানে সরকারের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তির তরফে একটা দলের ও তার নেতাদের দিকে অঙ্গুলি নির্দেশ করা হয়, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কয়েকদিন পরে সেই পথেই হাঁটে, তখন তাদের তো দুশ্চিন্তা না হয়ে পারে না।এরূপ যদি আপনার বেলায় হত, আপনি কি করতেন, ভেবে দেখুন।বি এন পি যদি আন্তর্জাতিক তদন্ত দাবী করে, আর ভিকটিমের দেশ ও যদি তাই চায় তাহলে ক্ষমাতাসীনদের জন্য 'বুমেরাং' হতে পারে। অন্যের জন্য গর্ত করলে, নিজে ও ঐ গর্তে পরার ঝুকি কম না।দেশের জন্য এত বড় ঘটনা অথচ বিএনপি এবার আন্তর্জাতিক তদন্ত দাবি করেনি। কেন? বিএনপি বা এই দলের কেও জড়িত না থাকলে তাদের দুশ্চিন্তা না করে সঠিক তদন্তে সহযোগিতা করা উচিত। তারপর যদি দেখা যায়, সরকার জজ মিয়া টাইপ নাটক দাড় করাচ্ছে, তবে জনগনকে সাথে নিয়ে জোরালো প্রতিবাদ করা উচিত। শুরুতেই দুশ্চিন্তা কেন?

সুষ্ট তদন্ত করে আসল অপরাধী বের হয়ে আসুক । তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্থ করে বক্তব্য দিলে, তার ফল ভালো হয় না । আমাদের এখনো মনে আছে জর্জমিয়া নাটক । এটা যাতে না হয় । যারা দোষী হবে তাদের ক্রসফায়ার/দেশ থেকে বিতাড়িত করা হোক । সে যাই হোক । দেশের সুনাম ক্ষুন্ন করে/দেশকানা করার সাহস কেউই যেন করতে না পারে ।অবশেষে অনেক গুরুত্ব পূর্ণ ঘটনা মাটি চাপা পড়ে থাকে, সাধারণ জনগন কিছুই জানতে পারে না - এ দেশের কর্তাগন কেন যেন রহস্যে বসবাস করেন !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.