নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বাধীন দেশের পরাধিন মানব । স্বাধিন ভাবে বলতে চাই ,জানাতে চাই ,শিখতে চাই ,চাই বাক স্বধিনতা ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর)

আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।

সীমান্তের ঈগল(পরাজিত বীর) › বিস্তারিত পোস্টঃ

মাশা’আল্লাহ, আমরা যেমন স্বরাষ্টমন্ত্রী পাইছি, তেমনি একজন আইজিপি পাইছি এরপর আরেকজন কমিশনারও পাইছি একেবারে জব্বর ।এই বর্বরতার তীব্র নিন্দা জানাই,এসব নাটের গুরু কারা ???

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৫





পুরান ঢাকায় তাজিয়া মিছিলে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস ...

শুনলে হাসি পাই এসব খবরে .........।।

দায় স্বীকার করে আইএস আর কাজ করে বিএনপি জামাত লন্ডন থেকে।
আই.এস রাশিয়ার আক্রমন এ এখন লন্ডভন্ড অবস্থা....এরা এখন এসব করার টাইম আছে নাকি ?
এই সব বইলা পার পাওয়া যাবে না, ঘটনার সময় সেখানে সাদা পোষাকে সরকারী বাহিনী ছিল| তারা সেখানে কি করছিলেন ? কেন গিয়েছিলেন ??!!যেই দল আসলে মানুষ খুনের মেলা বয়ে যায়; বোঝাই যাচ্ছে এটা কাদের কাজ; বিশ্বজিত, ত্বকী, সাত খুন, গুম, রুনি, সাগর, একটার পর একটা ধর্ষণ, মেলাতে নারী হয়রানি আর কত বলব? নিজেরা করে অন্যদের ঘাড়ে চাপানো আমাদের স্বভাব !

এটা গত কালের খবর আর আজকের খবর নিয়ে কিছু বলি


মাশা’ল্লাহ, আমরা যেমন স্বরাস্ট্রমন্ত্রী পাইছি, তেমনি একজন আইজিপি পাইছি এরপর আরেকজন কমিশনারও পাইছি একেবারে জব্বর । বাহ, তাদের কথা বলা, অংগভংঘীর কি ছিরিরিরিরিরিরিরি । আর এরা রাখবো আমাদের নিরাপদ ? ব্যস, তাইলেই সারছে .........................
জঙ্গি টংগি কিছু না। আসলে দুই দলের অপরাজনীতির খেলা। এই দুটি দলকে দেশ থেকে তাড়াতে পারলেই দেশ শান্ত থাকবে।সব জায়গায় জঙ্গী দেখাতে দেখতে এখন আসল জাগায়ই জংগী দেখছেন না ?? ভয় পাইছেন নাকি ??
এত লেখালেখি আর মন্তব্যের কি আছে? মাননীয়া প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার মন্ত্রী, এমপি, নেতারা যেকোনো ধরনের নাশকতার ঘটনা ঘটা মাত্র জেনে যান ঘটনায় কারা জড়িত। পুলিশ প্রধান যেভাবে গরম গরম রাজনৈতিক বক্তব্য দিতে থাকেন তাতে সন্দেহ হয় উনি পুলিশের আইজি !! কেবল ঘটনা ঘটার আগে এসব করিতকর্মা ব্যাক্তিরা কিছুই জানতে পারেননা!!!
যে দুটি স্থানে বোমাগুলোর বিস্ফোরণ ঘটে সেসব স্থান সিসিটিভির আওতাভুক্ত ছিল। অর্থাৎ সে সময় কারা বোমাটি বহন করেছে তা স্পষ্ট খুঁজে পাওয়ার কথা। তবে অনুসন্ধানের কাজে পুলিশের কাছ থেকে সিসিটিভির ফুটেজ চাওয়া হলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়।
এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে গিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, এটি জঙ্গি হামলা নয়, এটি পরিকল্পিত নাশকতা। দেশের স্বাধীনতা বিরোধীরাই এ ঘটনা ঘটিয়েছে।






ভাবতে অবাক লাগে, ঘটনা ঘটার পরে কয়েক ঘন্টার মধ্যেই ওনারা কিভাবে জেনে যান ঘটনা কারা ঘটিয়েছে। আবার তদন্ত কাজও শুরু করেন, এটা অবশ্য অনেকদিন চলে। তদন্ত করার আর দরকার কি? সবই যদি জানেন তবে তার কি আর কােন দরকার আছে? আর যদি তদন্ত করেন, তবে তার প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আরেকটা বিষয় লক্ষণীয়, সরকারের মন্ত্রী,দক্ষমতাশীন দলের নেতা, এমপি কিংবা বাহিনী সমূহের কর্তারা যে যার মতো করে না বলে দয়া করে চুপ খাকলে জনগণের মধ্যে শংকা বা ভ্রান্ত ধারণা অনেক কমে আসবে। পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে যেন পেশাদারীত্বের সাথে তা হয়। আমি বিশ্বাস করি, তবেই পুলিশের কাজের গুনগত মান বাড়বে ও সেই সাথে তাদের উপর জনআস্থাও অনেক বাড়বে।



!

দৈনিক জনকণ্ঠের খবর স্ক্রীনশট


জঙ্গি ও স্বাধীনতাবিরোধী শক্তিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই আর তাজিয়া মিছিলে নাশকতার আগাম খবর দৈনিক জনকণ্ঠ ২১ অক্টোবরেই জানত । শিয়াদের তাজিয়ায় নাশকতার আগাম খবর দৈনিক জনকণ্ঠ জানত, কিন্তু সরকার তা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিলনা কেন? তাছাড়া নাশকতার খবর ২১ অক্টোবরেই দৈনিক জনকণ্ঠ জানল অন্য কোন পত্রিকা জানল না কেন?গণমাধ্যমের বরাতে জানা যায় পুলিশের একদল সদস্য গভীর রাতে হোসনি দালান থেকে বের হয়ে আসার পরপরই এই বোমার বিস্ফোরণ ঘটে!

সার কথা


এই বর্বরতার তীব্র নিন্দা জানাই,এসব নাটের গুরু কারা ???

হিন্দুুদের দুর্গাপূজা গেল, যা দেশের সর্বত্রই অনুষ্ঠিত হয়েছে; কোন অপ্রীতিকর ঘটনা ঘটলো না, বেশ ভালভাবেই তা শেষ হ’ল এবং সকল সম্প্রদায়ের ক্ষেত্রে তা-ইতো হওয়া উচিৎ। আর বোমা হামলা হ’ল কোথায় ? শিয়াদের (শিয়ারা কাফের )তাজিয়া মিছিলে, তাও আবার পুলিশের উপস্থিতিতে, একটা দু’টো নয়, ১০-১৫-টা বোমার মুহুর্মহু বিস্ফোরণ। কারা করে এসব ? এরা কি দেশটাকে জঙ্গীবাদী রাষ্ট্র বানাতে চায়, নাকি সাজাতে ? যারাই করুক, আমরা আমজনতা তাদের ঘৃণা করি, ধিক্কার জানাই।
জঙ্গিরা কি পরিকল্পনা করে হামলা করে না?..সবকিছুতেই আগবাড়িয়ে কথা বলা ঠিক না । গাদা গাদা পুলিশ, গোয়ান্দা বাহিনী; ১০-১৫ টা বোমা ফাটলো কেউ টের পাইলো না!!, এটা ২টা প্রশ্ন সামনে নিয়ে - আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা, সক্ষমতা অথবা তাদের আন্তরিকতা । একের পর এক ঘটনা ঘটছে, পরস্পর কে দোষারোপ আর বড় বড় বুলি ছাড়া কোন সমাধান এসেছে?...এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং অপরাধীরা উৎসাহিত হচ্ছে । সময় এসছে কথার থেকে কাজ বেশী করার, দেশের নিরাপত্তার স্বার্থে সবার একত্রিত হওয়ার ।

বাংলাদেশ আজ ভাল নেই কোথায় যাচ্ছে তার ও সঠিক গন্তব্য কেউ বলতে পারবেনা স্বাধীনতার ৪৪ বছর পর এসেও গন্তব্যহীন যাত্রায় অবতীর্ণ হয়েছে একমাত্র ক্ষমতা লুভিদের কারনে ।

মন্তব্য ৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৭

মোস্তাক_আহম্মদ বলেছেন: এত জন পড়লো, কিন্তু মন্তব্য নেই। ৫৭ ধারা বুজলেন, ৫৭ ধার.।.।.।.।

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪

তালহা বিডি বলেছেন: ৫৭ ধারাকে সবাই ভয় পায় তাই..দেশের মানুষ কানা,বোবা, বধির হয়েছে।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩

অেসন বলেছেন: পুলিশ থাকলেই কি সব হামলা রোধ করা যাই ? পাকিস্তানে কি পুলিশ নাই ? ওখানে এত হামলা হই কেন?
কারা ঘটনা ঘটাই তা আমি আপনি না জানলেও কিছু ধারনা তো করতে পারি। পুলিশ তো আমাদের থেকে বেশি জান্তেই পারে।
আমাদের সমস্যা আমরা সবকিছুই নেগেটিভ ভাবে দেখি।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

তাল পাখা বলেছেন: বাংলাদেশ আজ ভাল নেই কোথায় যাচ্ছে তার ও সঠিক গন্তব্য কেউ বলতে পারবেনা স্বাধীনতার ৪৪ বছর পর এসেও গন্তব্যহীন যাত্রায় অবতীর্ণ হয়েছে একমাত্র ক্ষমতা লুভিদের কারনে।
সহমত।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কারা করে এসব ? এরা কি দেশটাকে জঙ্গীবাদী রাষ্ট্র বানাতে চায়, নাকি সাজাতে ? যারাই করুক, আমরা আমজনতা তাদের ঘৃণা করি, ধিক্কার জানাই।
জঙ্গিরা কি পরিকল্পনা করে হামলা করে না?..সবকিছুতেই আগবাড়িয়ে কথা বলা ঠিক না । গাদা গাদা পুলিশ, গোয়ান্দা বাহিনী; ১০-১৫ টা বোমা ফাটলো কেউ টের পাইলো না!!, এটা ২টা প্রশ্ন সামনে নিয়ে - আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা, সক্ষমতা অথবা তাদের আন্তরিকতা । একের পর এক ঘটনা ঘটছে, পরস্পর কে দোষারোপ আর বড় বড় বুলি ছাড়া কোন সমাধান এসেছে?...এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং অপরাধীরা উৎসাহিত হচ্ছে । সময় এসছে কথার থেকে কাজ বেশী করার, দেশের নিরাপত্তার স্বার্থে সবার একত্রিত হওয়ার ।

বাংলাদেশ আজ ভাল নেই কোথায় যাচ্ছে তার ও সঠিক গন্তব্য কেউ বলতে পারবেনা স্বাধীনতার ৪৪ বছর পর এসেও গন্তব্যহীন যাত্রায় অবতীর্ণ হয়েছে একমাত্র ক্ষমতা লোভীদের কারনে ।
+++

৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯

lunatic হৃদয় বলেছেন: +++

৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৩

ঢাকাবাসী বলেছেন: এত অদক্ষ পু.. দুনিয়াতে আর নেই!

৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪

সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: সবাইকে ধন্যবাদ ! তবে কথা হল স্বাধিন দেশে আজ বাক স্বাধিনতা নেই আমাদের ,কেন এসব হচ্ছে আজ ??? কার কাছে কোন জবাব নেই মন্ত্রী থেকে আমলা এমনি কি আমজনতা সবার একি আমি ত ভাল আছি অন্যরা জাহান্নামে যাক ,এভাবে চলতে থাকলে একদিন দেখা মিলবে দেশের করুণ পরিনতি ।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৩

দুঃখ সয়ী বলেছেন: সমস্যা হলো যারা সরিষার মধ্যেই ভূত,

কিছুদিন পূর্বে মুক্তমনা ব্লগারদের হত্যা করা হয়েছিলো,আর সেই হত্যার দায় স্‌বীকার করেছে আন্সারুল্লাহ বাংলা টিম নামক একটি জঙ্গী সংগঠন, কিছুদিন পুর্বে ওলামা লীগের মধ্যে সঘর্ষ বাধার পর, ওলামা লীগের এক গ্রুপ সংবাদ সম্মেলন করে বলেছে, আনসারুল্লাহ বাংলা টিম নামক সেই সঙ্গঠন্টি নাকী সয়ং ওলামা লীগের ঐ গ্রপটি.।।

কিন্তু মুক্তমনারাতো তাদের সেই সংবাদ সম্মেলনে নিশ্চুপ, মিডিয়ারও একই অবস্থা,

সব মিলিয়ে বর্তমানে যা ঘটতেছে সব কিছু ওপেন সিক্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.