![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।
প্যারিসে হামলার দায়িত্ব্য স্বিকার করলো আইএস। অথচ জনপ্রিয় সাইট উইকিলিকস দাবি করলো, ঘটনা আমেরিকা ঘটিয়েছে। . আমেরিকা পড়ে গেলো বিপদে। গোপন তথ্য প্রকাশ করে কারিশমা দেখানো ব্যাপক জনপ্রিয় সাইট উইকিলিকস যখন আমেরিকার বিরুদ্ধে এমন তথ্য দেয় তখন বিশ্বাস করার যথেষ্ট কারণ থেকে যায়। আমেরিকাও সেটা বুঝে। . জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা স্বভাবতই বিশ্বাস করতে শুরু করলেন, এসবের পিছনে আমেরিকার হাত আছে। আমেরিকাই আই এস দিয়ে এসব ঘটিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নাম করে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের আখের গোছাচ্ছে। . উইকিলিসের তথ্য অনুসরণ করে তাবৎ মিডিয়া যখন আমেরিকার সাথে আই এস এর সখ্যতার হেড লাইন করার প্রস্তুতি নিয়ে রেখেছে, ঠিক তখন আমেরিকায় হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করে আমেরিকার পাশে দাড়ানো হলো . আর আমেরিকাও বলার সুযোগ পেলো, আমরাও তো নিরাপদ নই তাদের হাতে। তারাও আমাদের শত্রু। আমি খাড়ায়া যামু, আর আপনারা বসায়ে দিবেন !! . আমেরিকাতে হামলার ঘোষনা দেওয়ার এটাই ছিলো মোক্ষম সুযোগ। হামলা হোক আর না হোক, মিডিয়ার অনাগত হামলা থেকে আমেরিকাকে বাচাঁনো গেলো, এটাই বা কম কি ? কেউ যদি প্রশ্ন করেন, ফ্রান্সে হামলার আগাম ঘোষনা দেওয়া হলো না কিন্তু আমেরিকার বিষয়ে আগাম ঘোষনা কেন ? উত্তরটা পেতে হলে আপনাকে একটু খানি বুদ্ধি খরচ করতে হবে। আমেরিকা যে আই এস এর চরম বন্ধু ! কেউ বিশ্বাস না করলেও সাধারণ মুসলিমরা এটা বিশ্বাস করা শুরু করেছে।
খবরের সুত্র ঃ .
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
যোগী বলেছেন:
তার মানে যে কেও একজন মুসলিম কে ভুল বুঝিয়ে ইসলামের বিপক্ষে নিয়ে যেতে পারে।
অন্য কোন ধর্মের মানুষ কে কেন সম্ভব হয় না?
১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জনাব যোগী @ সাদা কাপড়ে যদি ময়লা পড়ে তাহলে দূর থেকেই নজরে আসে ।আর অন্য কাপড়ে নজর কাছে থেকেও আসেনা ।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
লাবু২২ বলেছেন: দয়া করে উইকলিক্স এর এই প্রতিবেদনটির লিংক দিতে পারবেন।?
৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ যোগী কে বলছি : আমেরিকা ইসরাইলকে দায়ি করলে যোগী কষ্ট পান। তাই না?
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭
নিশাকর বলেছেন: চিন্তার বিষয়