![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
সব থেকে অনাদরের বৃদ্ধ পিতা মাতা
মূল্যহীন হয়ে পরে যেন ঝড়া পাতা।
যাদের হাতে গড়া আপন সংসার
সন্তান ঘর-বাড়ি সমস্ত প্রকার-
সযতনে মমতায় স্নেহ ভালোবাসায়
সন্তান বড় করে আগামীর আশায়।
ফুড়ালে সামর্থ দেহে কর্মশক্তি বল
সাথে সাথে চলে যায় আদর সকল।
যার জন্য প্রানপণ মুখের গ্রাস তুলি
সন্তানেরে খাওয়ায় মাতা, সেও যায় ভুলি।
পেটে ধরি বুকে করি দুগ্ধ দিয়ে মাতা
স্নেহের অবারিত মাতৃ কোল পাতা।
সেই পুত্র পিতৃ দায় সব-ই যায় ভুলি
মাতৃস্নেহ জন্ম ঋণ হয় জলাঞ্জলী।
©somewhere in net ltd.