নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
দুই-হাত ভরে তারে দিয়েছিনু সব
যাহা ছিলো জীবনে মোর বিত্ত বৈভব-
ভিটে মাটি জমি জাগা যাহা ছিলো ঠাই
সবটুকু দিয়ে তারে বলিয়াছি, ভাই-
আমার যাহা ছিলো তা দিয়েছি তোমারে,
আমারে লও এখন তুমি দয়া করে।
কহিল ফিরায়ে মুখ আঁধেক হাসিয়া;
অস্ফুটো দুই-টি কথা কাশিয়া কাশিয়া,
দান যাহা করিয়াছ তার অধিকার
ফিরিয়া চাহিছ কেন ভগিতে আবার?
ফিরিয়া চলিলাম শূন্য দুই-টি হাতে
ভাবিলাম 'সব আমার' পূর্ণ জগতে।
দানে কেহ চাহে নাকো দিতে প্রতিদান
তবু দান করে যারা,- দেয় নিজ প্রাণ।
©somewhere in net ltd.