নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
ক্রমান্নয়ে অন্ধকারে ঢেকে যাচ্ছে -
মানুষের মুখ নাক চোখ,
অস্বস্তি বোধ হচ্ছে স্বাভাবিক আলোয়;
মনে হয় মধ্যযুগিয় অন্ধকারের দিকে
ধাবিত হচ্ছে এ সমাজ-
রুদ্ধ করে দেয়া হচ্ছে জ্ঞানের দর্জা
নির্বাসিত হচ্ছে জ্ঞানিগন।
নবজাগরন চাই আবার
আলোর বিচ্চুরন প্রতিফলিত হোক
মানুষের মনে প্রানে অন্তরে।
©somewhere in net ltd.