নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
কে যেন ডেকে যায় মোরে
কে যেন গেয়ে যায় গান,
কে যেন অসীম ভালোবাসায়
অমৃতে ভরে দেয় প্রাণ।
অনন্ত আকাশের আলো
প্রকাশিত হয় প্রাণে প্রাণে,
কে জানে মধুর এই প্রেমের
কী আছে গভীর সুপ্ত মানে!
তারে তারে বীণায় বীণায়
সুর ভাসে কোন অজানায়
কোন পারে কার আহ্বানে-
অমৃতে ভরে যায় কানায় কানায়।
২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৪
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।