নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
বিরহ কাতর প্রান বদন খানি মেঘ-ম্লান
নয়নে অশ্রু ছল্ ছল্।
কাহার লাগিয়া বনে একা বসি এ বিজনে
বেদনায় কাটে অবিরল।
আসেনি গো সেই জনা, যে এঁকেছে আলপনা
হৃদয়ের সপ্ত-রঙ ঢেলে
হৃদয়ে বাজিয়ে বাঁশি মুখেতে প্রফুল্ল হাসি
এসেছিলো প্রেম-দীপ জ্বেলে।
যে গেল শূন্য করি কেন তার লাগি মরি
কেন তার পথ পানে চাই,
ভালোবেসে চাই যাহা শুধুই কি বেদনা তাহা!
তবে কেন বেদনা জড়াই?
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মাফ করবেন আপনার কবিতা পড়ে না লিখে আর পারলাম না।
বেদনার বিনে
এই ধরাধামে
আছে কী আর স্বর্গগণ্য ?
পুরুষ যেন হায়
জন্মেছে এই ধরায়
প্রেমিকার বেদনার জন্য !!!