নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
আয়নার সামনে গিয়ে দাড়ালাম
ললাটে জমে আছে কয়েক ফোঁটা ঘাম,
চোখ দুটো খানিকটা গেল বুঝি তল
যে চোখে মাঝে মাঝে ঝরে যেতো জল
আজ সেথা আগুনের মত বয় খড়া--
নির্মম পাষাণের নিত্য প্রহরা।
কয়েকটা পেকে গেছে চুল
ঠিক ঠিক দেখছ, নয় তাহা ভুল
তুমি সেই দুরন্ত তরুণ যুবক?
যাহা গেছে অন্তিমে তার তরে কোরো নাকো শোক।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: কবিতা ছাড়া বোধহয় আপনি অন্য কিছু লিখতে পারেন না।