নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
বহুদিন ধরে বহু শ্রম করে
বহু আশা নিয়ে বহু ব্যায় করে
গড়িতে চেয়েছি তিলোত্তমা
করিতে চেয়েছি বিত্ত,
গড়া হয় নাই ক্ষুদ্র কুটির
চারি কোণে দিয়ে চারটি খুঁটির
শান্ত শীতল একখানা নীড়
সুখী হবে যেথা চিত্ত।
০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২১
আমি আগন্তুক নই বলেছেন: মূল বক্তব্য আলাদা, ছন্দটা এক।
২| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: কবিতার পাশাপাশি অন্য কিছু লিখতে চেষ্টা করুণ।
৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৯
কিরকুট বলেছেন: অধীতি বলেছেন: এটাতো অন্য কবিতা। শুধু রঙ পাল্টে গেছে।
হে হে হে !
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৩
অধীতি বলেছেন: এটাতো অন্য কবিতা। শুধু রঙ পাল্টে গেছে।