নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

শহুরে জীবন

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৬



রয়েছি পরে এই বিশাল শহরে
রাস্তার কোলাহলে-- সংকীর্ণ ঘরে,
ইট বালু কংক্রিটের কঠিন হৃদয়
মিশে আছে মনে মোর নেই সংশয়।
পিচঢালা রাজপথে চলার প্রেমে
অবিরাম ছোটাছুটি নেই আমি থেমে
ভালো লাগে শহরের জীবন প্রবাহ
ধূসরিত ধূলিময় তাপে খড়দহ।
আমার এ শহরের ধূলিকণাও জানে
আমার ভালবাসার কত বেশি মানে।
কত বেশি গভীরতা অলিতে-গলিতে
ছড়িয়ে ছিটিয়ে আছে চলিতে চলিতে।
মায়াভরা শহরের বিস্তীর্ণ প্রাসাদ
নির্ঘুম জেগে থাকে যেন সারারাত,
আমার সাথে তারা করে আলাপন
অব্যক্ত সেই কথা ভরে দেয় মন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শহর ভালো না লাগলে মফঃস্বলে চলে আসুন।

আমার ভালো লাগতো না। তাই, শর্বরে বাস করা ছেড়ে দিয়েছি।

২| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার শুরুতেই বানান ভুল! ‘পরে’ নয় ‘পড়ে’ হবে।

৩| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: শহর আর গ্রাম খুব একটা পার্থক্য নেই এখন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.