নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

এ কবিতা খানি

১৪ ই মে, ২০২৩ রাত ১২:৫২



জানি আমি জানি, আমার এ কবিতা খানি
শুধুই কথার কথা, নয় তাহা চিরন্তন বাণী,
নয় তাহা কাব্য ব্যঞ্জনাময়, হিন্দোল তোলে না তা প্রাণে-
শুধুই মনের সরলতা, নেই তাতে গভীর কোনো মানে।
নয় তাহা ধ্রুব সত্য কঠিন বাস্তব অমূল্য দর্শন
নয় তাহা কল্পনার রূপ, রস, গন্ধের মায়াবী বর্ণন।
নয় তাহা দারিদ্র পিরীতের মর্মবেদনার কথা
নেই তাতে প্রকৃতির মাধুরীমা সবুজে ঢাকা তরুলতা।
এ আমার মনের বেদনার হাহাকার করে ওঠা সুর
এ ব্যথা নিরালায় বাতাসের সাথে যায় ভেসে বহুদূর..
পৃথিবী ব্যাপি ছোটে প্রান্তরের পথ ছেড়ে দিগন্তের পথে-
দীর্ঘশ্বাস নিয়ে ছোটে নিষ্পলক ছুটে চলে বিচ্ছেদের রথে
পৃথিবী ব্যাপি গায় বেদনার মর্মভেদী বিষাদময় সকরুণ সুর
ম্রিয়মাণ করে প্রাণ-- হৃদয় বিরহে হয় বেদনাবিধুর।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২৩ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: কবিতা ছাড়া আর কিছু লিখতে পারেন না?
চেষ্টা করে দেখুন পারবেন।

২| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:১৩

রানার ব্লগ বলেছেন: এ আমার মনের বেদনা হাহাকার করে ওঠা সুর।

৩| ১৫ ই মে, ২০২৩ বিকাল ৫:৫৪

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: আপনার কবিতাগুলো ভালোই হয়। তবে, অন্ত্যমিল থাকে চোখে পড়ার মতো। কবিতার ছন্দে ভিন্নতা আনার চেষ্টা করুন।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.