নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

প্রস্থান

১০ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩০

কোথাও চলিয়া যাব দূর অজানায়
খুঁজিও না বন্ধু আর এই অবেলায়,
নিরবে চলিয়া যাব এ বাঁধন ছিড়ে
মমতার ছায়া ঘিরে আসিব না ফিরে
আঁখি জল ফেলিও না মিছে বেদনায়।
চলিলাম, হে বন্ধু বিদায়!

অকালে ঝরিয়া গেল অপূর্ণ যে আশা
অন্ধকারে নিভে গেল যেই ভালবাসা -
যেই সাধ বুকে চেপে হয়েছে পাষাণ
শুধু তাই বুকে বাজে বিষাদের গান
সুদূর ডেকেছে তাই কোন অজানায়।
চলিলাম, হে বন্ধু বিদায়!

তোমাদের সব দান মরমের তলে
রক্তিম প্রভা হয়ে শত দীপ জ্বলে,
তার প্রতি দানে আমি দিয়েছি যে ব্যথা
কর্কশ নিরাসক্ত তুচ্ছ সে কথা।
সেই সব গ্লানি দেখ- অসীম ক্ষমায়।
চলিলাম, হে বন্ধু বিদায়!

আমি চলে যাব আজ জীর্ণ এ বেশে
অসীম মহাকালের টানা দীর্ঘশ্বাসে,
পথ মোর রুদ্ধ নয় অনন্ত এ পথ
দিগন্তে ছুটে যাবে মোর শূন্য রথ
ডাকিও না পিছু মোরে যাবার বেলায়।
চলিলাম, হে বন্ধু বিদায়!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৮

অক্পটে বলেছেন: সুন্দর গুছানো কবিতা। ভাল লাগল।
তবে খুব অভিমানে লেখা বোধ হচ্ছে।

২| ১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: অন্যের পোস্ট পড়ুন, মন্তব্য করুণ। এটা ব্লগের নিয়ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.