![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের পূর্ণিমাটা একটু
অন্যরকম, মধ্যরাতে আকাশের
দিকে তাকিয়ে গৃহত্যাগী হবার
ইচ্ছে জাগে।
বিশ্বাস করো
আমার
ঘরে ফিরতে ইচ্ছে করছে না,
একা একা দাঁড়িয়ে আছি।
এখনও চোখ মেলাইনি তোমার
দৃষ্টিতে।
নির্ঘুম রাত, অপেক্ষায় ক্লান্ত প্রহর।
দেখো,
চাঁদটা যেন আজ তোমাকেও হার
মানায়!
আজ কাজলা-দীঘির
জলে রূপালি পূর্নিমা আমার
দৃষ্টিকে ঝাপসা করে দিয়েছে।
একরাশ নীল
বিষন্নতা নিয়ে তাকিয়ে থাকি রূপালি জ্যোৎস্নার
দিকে।
হয়ত একেই
বলে গৃহত্যাগী জ্যোৎস্না !
_______________
_______________
"গৃহত্যাগী জ্যোৎস্না "
© পার্থ সারথী রায়
©somewhere in net ltd.