![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝরাতের নিশাচর
পাখিটির
করুণ আর্তনাদে চির
ধরে নীরবতায়।
স্তব্ধ দাড়িয়ে আছে রাতের
শেষ ট্রেন।
ল্যাম্পপোষ্টের
আলো ঘিরে উড়তে থাকে নিশিপতঙ্গ।
রূপোপজীবি নারীটি ডুকরে উঠে আঁচলে লুকায়
মুখ।
হঠাৎ বেজেঁ ওঠে গার্ডের
তীক্ষ্ণ বাশি।
নিস্তব্ধতা চৌচির
করে গড়িয়ে যায় রাতের
ট্রেন।
_______________________
_______________________
"রাতের ট্রেন "
© পার্থ সারথী রায়
২| ০১ লা মে, ২০১৬ রাত ৯:২০
পার্থ এস রায় বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫
এস বি সুমন বলেছেন: শুভ ব্লগিং