![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রি বড় দীর্ঘ;
টলটলে নোনাজলে ভিজে যায় বালিশ।
বাতাসে বৃষ্টির ঘ্রাণ,
আমার চোখ জুড়ে… নিথর স্তব্ধতা আর
নরম বালিশে মুখচাপা কান্না।
বুকের ভাঁজে ভাঁজে রক্ত আর অশ্রু মিশে একাকার।
গারদহীন জানালায় হামাগুড়ি দেয় ভালবাসা।
মাঝে মাঝে বৃষ্টি নামে,
একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ,
আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতাই না জমে আছে।
©পার্থ সারথী রায়
২| ০১ লা মে, ২০১৬ রাত ১০:৩১
পার্থ এস রায় বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ রাত ৯:৫৮
বিজন রয় বলেছেন: অনন্য সুন্দর কবিতা।
+++