![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুধার্ত যৌবন উম্মোচিত হয়
কোন এক নিষিদ্ধ অাকাঙ্ক্ষায়।
ফিরে আসে অসীম শূন্যতা,
হামাগুড়ি দেয় মনের কার্নিশে।
কামনার ঢেউয়ে লজ্জাবরন খসে পড়ে গারদহীন জানালায়।
শরীরের ভাঁজে ভাঁজে অাগুন জ্বলে,
রক্তের ভেতর জমে থাকা তরল অাগুন।
এর পর সন্ধ্যা পেরিয়ে রাত পূর্নিমায় ফুঁসে ওঠে চাঁদ...।
© পার্থ সারথী রায়
©somewhere in net ltd.