নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি চন্দ্রাহত প্রেমিক\"

পার্থ এস রায়

চন্দ্রাহত প্রেমিক আমি

পার্থ এস রায় › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

১০ ই আগস্ট, ২০১৬ রাত ১:১০

কথা দিয়েছিলে তুমি,
ফিরে আসার কথাছিল।
সেই থেকে তোমার জন্যে অপেক্ষায় আছি।

ফাগুন চলে গিয়েছে অনেকদিন হলো,
তুমি আসতে পারোনি।
ফাগুনের ফুলগুলো শুকিয়ে গিয়েছে চৈত্রের প্রখর-দাহে।

বৈশাখ এসে গেছে,
ঈষান কোনে কালো মেঘের আনাগোনা।
তবুও তুমি ফিরলে না।

বর্ষার কদম গুলো তোমার অপেক্ষায় আজও ফোঁটেনি।
ঠায় দাঁড়িয়ে আছে তুমি আসবে বলে।

তুমি কথা দিয়েছিলে,
তোমার ফিরতেই হবে।
সেই থেকে আমার অপেক্ষা,
আমি তোমার অপেক্ষায় আছি।

#অপেক্ষা#

© পার্থ সারথী রায়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.