![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চশমার কাঁচ ঘোলাটে হয়ে গেছে,
বিন্দু বিন্দু গড়িয়ে পড়ছে জল।
ঠোঁটের কোনায় লেগে আছে লোনা স্বাদ।
তোমার বুকের চেয়ে প্রশস্ত অন্ধকার রাত কেটে গেছে সিগারেটের উজ্জ্বল নরম আগুনে।
অনবরত নিংড়ে নেওয়া ভালবাসা তাজা হয় কোন এক তিক্ত বাসনায়।
এর পর আকাশ চুইয়ে পড়া স্যাঁতসেঁতে বৃষ্টি ফিসফিস করে ক্রমাগত উচ্চারণ করে নিষিদ্ধ কিছু শব্দ,
জেগে ওঠে প্রেম
হাহাকারের বদলে নেমে আসে গভীর নীরবতা।
চোখের বৃষ্টি মিলিয়ে যায় স্নিগ্ধতায়।
-------------------------------
"তিক্ত বাসনা"
Partha Sarathi Roy
২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৫
পার্থ এস রায় বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
ভাল লেগেছে।
+++++