নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারভীন রহমান

আমি বাংলায় কথা বলি

পারভীন রহমান › বিস্তারিত পোস্টঃ

বিমূর্ত এই রাত্রি আমার..আমার পছন্দের একটি গান

৩০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫১

বিমূর্ত এই রাত্রি আমার

মৌনতার সুতোয় বোনা

একটি রঙ্গিন চাদর।

সেই চাদরের ভাজে ভাজে

নি:শ্বাসেরই ছোঁয়া।

আছে ভালবাসা, আদর।

বিমূর্ত এই রাত্রি আমার

মৌনতার সুতোয় বোনা

একটি রঙ্গিন চাদর।



কামনার গোলাপ রাঙা

সুন্দর এই রাত্রিতে

নীরব মনের বর্ষা,

আনে শ্রাবণ, ভাদর।

সেই বরষায় ঝড়ো ঝরে

নি:শ্বাসেরই ছোঁয়া।

আছে ভালবাসা, আদর।

বিমূর্ত এই রাত্রি আমার

মৌনতার সূতোয় বোনা

একটি রঙ্গিন চাদর।



ঝরে পড়ে ফুলেরমত

মিষ্টি কথার প্রতিধ্বনি,

ছড়ায় আতর,

যেন ছড়ায় আতর।

পরিধিহীন শংকামুখি নির্মল অধর

কম্পন কাতর, কম্পন কাতর।



নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে,

নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে

থাক না বাধার পাথর।

কোমল আঘাত, প্রতি-আঘাত,

কোমল আঘাত, প্রতি-আঘাত,

রাত্রি নিথর কাতর।



দূরের আর্তনাদের নদীর

ক্রন্দন কোন ঘাটের

দূরের আর্তনাদের নদীর

ক্রন্দন কোন ঘাটের

ভ্রূক্ষেপ নেই, পেয়েছি আমি

আলিঙ্গনের সাগর।

সেই সাগরের স্রোতেই আছে

নি:শ্বাসেরই ছোঁয়া,

আছে ভালবাসা, আদর।

বিমূর্ত এই রাত্রি আমার

মৌনতার সূতোয় বোনা

একটি রঙ্গিন চাদর।



শিল্পি: আবিদা সুলতানা

Click This Link



শিল্পি: ভূপেন হাজারিকা

Click This Link

মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৭

সাইলেন্সার বলেছেন:

মূল শিল্পী ভুপেন হাজারিকা

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৭

পারভীন রহমান বলেছেন: হুমম

২| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৭

অপ্‌সরা বলেছেন: কিযে ভীষন ভালো লাগে গানটা।

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৭

পারভীন রহমান বলেছেন: আমারও ...।

৩| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৯

গোয়েবলস বলেছেন: গানটি আমার অনেক পছন্দ। মূল শিল্পী ভুপেন হাজারিকা হলেও আবিদা সুলতানার কন্ঠে বেশি ভাল লাগে।

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৯

পারভীন রহমান বলেছেন: গানটি শুনতে যেমন ভাল লাগে, এর চিত্রায়ন ও খুব সুন্দর কিনতু।

৪| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০২

কামরুন নাহার বলেছেন: আমার ও পছন্দের গান এটি...

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৫

পারভীন রহমান বলেছেন: ধন্যবাদ।

৫| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৪

মাহবুবুল আলম লীংকন বলেছেন: গানের কথাগুলি চমৎকার। + :)

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৭

পারভীন রহমান বলেছেন: হুমম

৬| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩৯

মাইদেশ বলেছেন: আমার ও খুউব পছন্দের !

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৭

পারভীন রহমান বলেছেন: আমার ও খুউব পছন্দের।

৭| ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৫৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমার খুব প্রিয় এ গানটি। নতুন করে শোনার সুযোগ করে দিলেন বলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

৮| ৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১

পাপী বলেছেন: আমার এখানে ই-স্নিপ্স ব্লক করা। গানটি mediafire.com এ আপলোড করেন প্লিজ।

৯| ৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

পাপী বলেছেন: আপনার লিঙ্ক এ ভুল আছে। ঠিক করে নিন।

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫১

পারভীন রহমান বলেছেন: ঠিক করেছি, ধন্যবাদ।

১০| ৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

কাঙাল মামা বলেছেন: ইস্নিপসের ডাউনলোড লিংক

Click This Link



মিডিয়াফায়ারয়ের লিংক

http://www.mediafire.com/?jutjk5gjtro

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৯

পারভীন রহমান বলেছেন: অনেখ ধন্যবাদ মামা

১১| ৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

কাঙাল মামা বলেছেন: হ, লেখকের লিংকে ভুল আচে

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪২

পারভীন রহমান বলেছেন: ভুল ঠিক করে তো !!

১২| ৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

এস মাহবুব বলেছেন: আবিদার গান

ভূপেনে গান

১৩| ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৯:৩২

জুল ভার্ন বলেছেন: কেমন আছেন পারভীন? আপনার এবং সাজির ফোন নম্বর হারিয়ে ফেলেছি।

১৪| ০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:০৫

বিষাক্ত মানুষ বলেছেন: আমার পোস্ট কপি করছেন ক্যান !!!!

Click This Link :P

১৫| ০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৫:১৬

পারভীন রহমান বলেছেন: বিমা.....তোমাকে কপি করি নাই তো !!!

১৬| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১০:১৭

শওকত হোসেন মাসুম বলেছেন: এইটা আমারো খুব পছন্দের গান।

৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

পারভীন রহমান বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

১৭| ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪১

নাজনীন খলিল বলেছেন:
প্রিয় একটি গান শেয়ারের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা।

৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

পারভীন রহমান বলেছেন: আমার বাড়িতে আসবার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:৫৮

~স্বপ্নজয়~ বলেছেন: গাইয়া শুনাবা আফা? তাইলে কল দিমু ;) ;)

০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৬

পারভীন রহমান বলেছেন: জয় কল দাও গান শুনাতে পারি কিনা চে ষটা করে দেখি :P

১৯| ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ২:১৬

পাভেল করচাগিন বলেছেন: অরিজিনাল প্লেব্যাকটা যদি পাওয়া যাইতো।
যে লিংক গুলা দেওয়া হইছে এইটা আবিদা পরে গাইছে।

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫১

পারভীন রহমান বলেছেন: ভাল গেয়েছে আবিদা সুলতানা।

২০| ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৩:০৭

পাভেল করচাগিন বলেছেন: গানটা অসাধারন হবার একটা বড় কারন - এর কথা।
লিখেছেন শিবদাস ব্যানার্জী ।

২১| ০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৮

আইসিস বলেছেন: অনেক ভালো লাগার গান ।

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৭

পারভীন রহমান বলেছেন: ধন্যবাদ আইসিস

২২| ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫২

শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: অনেক ভালো লাগার গান.....প্রিয়...

Click This Link

২৩| ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৬

তাপু বলেছেন: ধন্যবাদ, আমার বউ এর অসম্ভব প্রিয় গান।

২৪| ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৩

তাজা কলম বলেছেন: আমার প্রিয় গানের একটি। ধন্যবাদ।

Click This Link

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৫

পারভীন রহমান বলেছেন: ধন্যবাদ তাজা কলম।

২৫| ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১০

বিপ্লব কান্তি বলেছেন: আমি ও একদিন এই গান শুনেছিলাম, সেই কথা লিখিতভাবে বলতে এখানে আসা ।

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪১

পারভীন রহমান বলেছেন: ধন্যবাদ :)

২৬| ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০০

সরকার সেলিম বলেছেন: আমার প্রিয় গান গুলোর এটি একটি.......

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪২

পারভীন রহমান বলেছেন: আমারও :)

২৭| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

সুফিয়ান ডট কম বলেছেন: আমার ও খুব প্রিয় গান...

আমারও একটা গানের পোস্টা আছে Click This Link

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫০

আরিয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ গান দুটোর জন্য। আমার প্রিয় গান !!!

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩১

পারভীন রহমান বলেছেন: তোমাকেও হন্যবাদ এই পোস্টে আসবার জন্যে।

২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আবিদা'র গাওয়া প্রথম প্লে ব্যাকটি আছে?
কপালগুণে আবিদা এই গান গাওয়ার সুযোগ পেয়েছিল, তারপর বাকী জীবন ভাঙ্গাইয়া খাইতেছে.....
ড. ভূপেন হাজারিকা এবং আবিদা'র লিরিক দুটো কিন্তু ভিন্ন। হাজারিকার লিরিকটিও এখানে সংযুক্ত করতে পারেন।
বাংলা ভাষায় শোনা সেরা গানগুলোর অন্যতম। আপনাকে ধন্যবাদ।

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৩

পারভীন রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২২

শাওন৩৫০৪ বলেছেন: ভালা লাগে গানডা...

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৮

পারভীন রহমান বলেছেন: আমারও ভাল লাগে..........।

৩১| ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৭

আহমেদ রাকিব বলেছেন: হ গানডা আমারো ভালু লাগে।

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫০

পারভীন রহমান বলেছেন: আমিও গানডা ভালা পাই ;)

৩২| ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৯

মহাকালর্ষি বলেছেন: কৃতজ্ঞতার সাথে আপনার পোস্টটিকে তুলে রাখলাম! আসলে গানটিকে আমার সত্তারই একটা পার্ট বলে মনে হয়, কথা, সুর, মিউজিক- সব মিলিয়ে।
আমার ব্লগিং শুরুই হয়েছিল গানটাকে স্টিকি করে। যদিও অনেকদিন শুনিনি।
শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ।

৩৩| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০০

শয়তান বলেছেন: প্রিয় গান

৩৪| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩১

মহাকালর্ষি বলেছেন: View this link

shomoy thakle dekhben

৩৫| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৫১

ভেবে ভেবে বলি বলেছেন: আর সবার মত আমারও অনেক প্রিয় গান। :)

৩৬| ২৪ শে জুন, ২০১০ রাত ৩:৪৭

সত্যবাদী মনোবট বলেছেন: গান তো শুনলাম একটু কবিতা পড়বেন আপু...?

click here

click here

৩৭| ২৮ শে জুন, ২০১০ সকাল ৮:৪৩

হুমায়রা হারুন বলেছেন: ঠিক এখনই চাচ্ছিলাম গানটি , পেয়েও গেলাম , আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.