নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐক্য এবং সংগ্রাম= মুক্তি

পাঠক লাল গোলদার

শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।

পাঠক লাল গোলদার › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক ব্যবহারকারীরা সাবধান

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০২

১। আপনি কি জানেন ফেসবুকে আপনার সমস্ত লেখা-ছবি-ভিডিও যাই আপনি আপলোড করেন সবই ফেসবুকের সম্পত্তি হয়ে যায়(Terms Of Service section 2.1)। আপনি একটা কবিতা লিখলেন বা গল্প লিখলেন বা অনেক ঘাটাঘাটি করে একটা লেখা দাঁড় করালেন- আপনি কি চান আপনার ওই কবিতা-গল্প বা লেখাটা অন্য কারো সম্পত্তি হয়ে যাক। আপনার সন্তানের হাসিমাখা মুখটা নিয়ে অন্য কেউ ব্যবসা করুক। ফেসবুক আপনার লেখা-ছবি-ভিডিও পরিবর্তৃন-পরিবর্ধৃন যেমন করতে পারে তেমনি সেগুলো বিক্রি বা ইচ্ছামতো ব্যবহারেরও ক্ষমতা রাখে। আপনার একাউন্ট খোলার সময়ই আপনি সে ক্ষমতা ফেসবুককে দিয়ে দিয়েছেন।



২। ফেসবুক একটি নেশার নাম। আপনি ধুমপান ছাড়তে পারেন কিন্তু ফেসবুক অত সহজে ছাড়তে পারবেন না। ফেসবুক আপনার জীবন থেকে অনেক মূল্যবান সময় কেড়ে নিবে। আর যদি আপনি ইসলাম ধর্মের অনুসারী হন তাহলে তো যে কোন নেশাই হারাম। ফেসবুকীয় নেশাও হারামের তালিকায়।



৩। ফেসবুক একটি ইল্যুশন। ফেসবুক নানান কৌশলে আপনাকে খুব পপুলার এবং জ্ঞানী ভাবতে বাধ্য করবে। কিন্তু আপনি আসলে আগের জায়গাতেই আছেন, না পপুলার, না জ্ঞানী।



৪। ফেসবুক ট্রাক করে সিআইএ অনেক লোককে ইতিমধ্যে নানা অজুহাতে পাকড়াও করেছে। অর্থাত আপনার ফেসবুকে আপনার প্রেরিত তথ্য মোটেও নিরাপদ নয় এবং সেই সাথে আপনিও নিরাপদ নন।



৫। ফেসবুকে আপনার প্রদত্ত ই-মেইল ট্রাক করেও আপনার উপর এখন নজর রাখতে পারে সিআইএ। প্রোয়জন হলেই আপনার ব্যক্তিগত তথ্যাবলী এবং অন্যান্য যোগাযোগ ইমেল থেকে নিতে পারে।



৬। জুকারবার্গৃ বন্ধুদের তৈরী আইডিয়া চুরি করে নিজের নামে চালিয়ে দেন। এ সম্পর্কিত ৬৫ মিলিয়ন ডলারের একটা প্রতারণা মামলাও তখন করেছিলো তার সেই বন্ধুরা। প্রতরণার মধ্য দিয়ে জন্মানো ফেসবুক এখনও কোটি কোটি ফেসবুকারের সাথে নানা প্রতারণা অব্যাহত রেখেছে।



৭। আপনার মূল্যবান সময়, মূল্যবান চিন্তা বিণামূল্যে কিনে নিচ্ছে ফেসবুক। আর ফেসবুকের খোরাক যোগাতে গিয়ে আপনার পরিবারে সৃষ্টি হচ্ছে অশান্তি। কখনও সংসার ভাংছে, কখনও ঘনিষ্ঠজনদের সাথে তৈরী হচ্ছে দুরত্ব। পয়সা খরচ তো আছেই।



৮। আপনার খেলার সময়, পড়ার সময়, ঘরের বাইরে ঘুরে বেড়ানোর সময়, বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময়, পরিবারের জন্য বরাদ্দকৃত সময়, এমনকি আপনার ঘুমের সময় পর্যৃন্ত কেড়ে নিচ্ছে ফেসবুক। যার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব আপনার শরীর ও মনের উপর পড়ছে অনবরত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.