নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐক্য এবং সংগ্রাম= মুক্তি

পাঠক লাল গোলদার

শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।

পাঠক লাল গোলদার › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের এক স্ট্যাটাসেই আপনার হতে পারে ১৪ বছরের জেল

২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫১

ফেসবুকের এক স্ট্যাটাসেই আপনার হতে পারে ১৪ বছরের জেল

ব্লগার, ফেসবুকারদের প্রধান ঠিকানা হবে জেলখানা, ছাগুরা দিবে জিন্দাবাদ



তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশ,২০১৩ মন্ত্রীসভায় অনুমোদন

ব্লগার, ফেসবুকারদের কোন পরোয়ানা ছাড়াই পুলিশ গ্রেফতার করতে পারবে, পুলিশ সরাসরি মামলা করতে পারবে এবং ধারাটি অজামিনযোগ্য।

গত ১৯ আগষ্ট ২০১৩ মন্ত্রীসভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধ্যাদেশের সংশোধিত খসড়াটি অনুমোদন দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই অধ্যাদেশ আকারে জারি হতে পারে এটি।

অধ্যাদেশের অজামিনযোগ্য ৫৭ ধারাটি দিয়ে ব্লগার বা ফেসবুকারদের সহজেই গলা টিপে ধরা যাবে ।

৫৭ ধারার অপরাধ: ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে মিথ্যা ও অশ্লীল কিছু প্রকাশ করলে এবং তার কারণে মানহানি,আইনশৃঙ্খলার অবনতি,ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে বা কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি দেওয়া হলে তা অপরাধ বলে গণ্য হবে। ন্যূনতম শাস্তি হবে সাত বছর আর সর্বোচ্চ ১৪ বছর জেল।



আওয়ামীলীগার ব্লগার-ফেসবুকাররা এখনও মুখে কুলুপ এটে বসে আছে। নিজেদের দল বলে কথা!আমলীগাররা মূলত আত্মতৃপ্তির জ্বরে ভুগছে এই ভেবে যে, তারা আবারও ক্ষমতায় আসবে এবং এই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন দিয়ে সরকারের সব সমালোচানাকারীদের আচ্ছামতো ধোলাই দেবে। শুধু সরকারের গুণকীর্তণকারীরাই ব্লগ-ফেসবুক ব্যবহার করবে। কিন্তু একবারও তারা চিন্তা করছে না যে যদি বিএনপি জোট ক্ষমতায় যায় তাহলে আওয়ামী ব্লগার-ফেসবুকাররাও চরম নির্যাতনের শিকার হবে এই জঘণ্য আইন দারা।

আর বিএনপি-হেফাজত-জামাত তো এখন মহাখুশি আমলীগের উপর। মুচকি হাসছে তারা। হেফাজত তো বলতেই চাইছে... বর্তমান সরকার তাদের তের দফা মেনে নেয়ার প্রথম শর্ত পূরণ করেছে এরকম একটা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন পাশ করে।

ব্লগার-ফেসবুকার-মুক্তমনা-নাস্তিকদের আর রক্ষা নাই! শুধু হেফাজত যেটা বলছে না সেটা হচ্ছে ক্ষমতার পালাবদল হলে তারা এই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনকে কত নির্মমভাবে ব্যবহার করবে।



এরপরও আওয়ামী লীগ বলছে তারা অবাধ তথ্যের স্বাধীনতায় বিশ্বাসী। গলা ফাঁটিয়ে বলছে....

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৮

রেজা সিদ্দিক বলেছেন: যারা মিথ্যা ও অশ্লীল পোস্ট করবে তাদর জন্য সত্যিই দুঃসংবাদ।

২| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৫১

দূর আকাশের নীল তারা বলেছেন: ক্ষমতাসীন দলের বিপক্ষে বিষোদাগার পোষণ - এ কাজটি বিএনপি-আওয়ামী লীগ দু'দলই সমানভাবে করে থাকে। এই আইনটি কখন আওয়ামী লীগের জন্য যে বুমেরাং হয়ে যায় কে জানে।

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

চুদুর-বুদুর বলেছেন: ভাই, আর কত বলতো? বর্তমানে তারাই হিরো, যারা ব্লগ দিয়ে ইন্টারনেট চালাই।

জয় ছাগু...

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩

মোমেরমানুষ৭১ বলেছেন: আমরা এখন কেউ নিরাপদ নই

৫| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১

জাতির শ্বশুর বলেছেন: এখন পোস্ট দিতে ও ভয় লাগে.........কেমন জানি একটা আতন্ক

৬| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.