নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐক্য এবং সংগ্রাম= মুক্তি

পাঠক লাল গোলদার

শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।

পাঠক লাল গোলদার › বিস্তারিত পোস্টঃ

আমৃত্যু কারাদন্ড আর ৬ মাস জামাইআদর এখন একই কথা!

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮

একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ ৯টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরেও আলীম রাজাকারের ফাঁসি না দিয়ে কারাদন্ড দিয়েছে আদালত!অভিযোগ প্রমাণিত হলেও গো-আযমকে সর্বোচ্চ সাজা না দিয়ে জেল দেয়া হয়েছে! আজ আবার আলীম রাজাকারকেও দেয়া হলো কারাদন্ড!

গো-আযমরে ইতিমধ্যেই রাষ্ট্রীয় টাকায় বেহেস্তি খানা-দানা ও চিকিতসার ব্যবস্থা করা হয়েছে। আলীম রাজাকারেরও ভাগ্য খুলে গেলো। তবে যাদের মুত্যুদন্ডের রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তাদের রায় কার্যকরের বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নিয়েই থাকে যে, তারা রাজাকারদের ফাঁসি দিবে না। বরং ফাঁসির রায়কে পাবলিকের সামনে হাজির করে ভোট প্রার্থণা করবে। পাবলিকরে বুঝাবে যে, নৌকায় ভোট দাও, না হলে রাজাকাররা সব ছাড়া পেয়ে যাবে। আর সেই ভয়ে পাবলিক সব লাইন দিয়ে হুমড়ি খেয়ে পড়বে নৌকায় ভোট দিতে!!... তাইলে নৌকাডুবি ঠেকানোর আর কোন পথ আছে বলে মনে হয় না!রাজাকারদের ফাঁসিতে না ঝুলাইয়া, ভোটারদের সামনে মুলা ঝুলানো নিজের পায়ে কুড়াল মারার মতো ভুল হবে তাতে কোনই সন্দেহ নেই।

রাজাকারদের জেলখানায় যেভাবে জামাইআদর করা হচ্ছে, তাতে মাস কয়েক জেলখানায় তারা বেশ মৌজেই থাকবে! তারপর ক্ষমতার পালাবদল হলে ফুলের মালা নিয়ে পতাকা লাগানো গাড়িতে উঠেই জেলখানা থেকে ঘরে ফিরতে পারবে।

আর যদি হাসিনা সরকার সত্যি সত্যি একদলীয় নির্বাচন করে ক্ষমতায় ফিরে যায়। তাহলে জেলখানায় রাজাকারদের জামাইআদরের সময় আরো কিছু দিন বেড়ে যাবে মাত্র। কারণ স্বৈরশাসন বাংলাদেশে খুব বেশি দিন টেকে না। আর বর্তমান জামানায় একদলীয় স্বৈরশাসন টিকিয়ে রাখা আরো কঠিন।

তবে খুব শিগ্গিরই ঘটনা পরিষ্কার হয়ে যাবে! মুলা ঝুলছে , না ফাঁসির দড়ি-জনগণ দেখতে পাবে দুই মাসের মধ্যেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.