নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pathorer kanna

momotazmita

momotazmita › বিস্তারিত পোস্টঃ

বিবেক আর আবেগ

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৭



বিবেক আর আবেগ অদ্ভুত দুটো জিনিস। যেখানে বিবেক বসবাস করে আবেগও সেখানেই থাকে। কোথাও আবেগকে নিয়ন্ত্রণ করতে বিবেক প্রয়োজন। আবার বিবেককে স্থায়ী করার জন্য আবেগ প্রয়োজন।আবেগ পাগলাটে, সে যা ইচ্ছা তাই করে। বেশীর ভাগ জায়গায় স্বার্থ পর। নিজের চাহিদা ছাড়া কাউকে বুঝে না। আর বিবেক বাস্তববাদী । বেশীর ভাগ সময় সবাইকে চায়। আবেগ অবুঝ। ওকে বুঝানো সহজ নয়। বিবেক বুঝমান, যেকোন কিছু বুঝা তার একটি অপূর্ব নেশা। আবেগ বেশীর ভাগ সময় ভাল লাগা আর ভালবাসায় এগিয়ে। আর বিবেক তার অবস্থান আর সততা নিয়ে যায়। আবেগ এতটাই অবুঝ যে নিজের ক্ষতি করতেও দ্বিধা বোধ করে না। আর বিবেক নিজের আগে তার আশে পাশের সবার কথা ভাবে।আমরা যে যেভাবেই ভাবি বাস্তব জীবনে অবশ্যই বিবেকহীন হয়ে বাঁচা যায় না। তবে মাঝ মাঝে আবেগ গুলোকে চেপে রেখে বেঁচে থাকা যায়। জীবন চলমান কোথাও আবেগ বেশী হলে নিজের কষ্ট, আবার কম হলেও কষ্ট পেতে হয়। বিবেকের কাজ হলে আমাদের এই অবুঝ আবেগটাকে নিয়ণ্ত্রন করা। যার বিবেক যত তাড়াতাড়ি আবেগকে চালাতে পারবে জীবনের এই আঁকাবাঁকা পথে যাত্রাটাও মনে হয় কষ্ট কম হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.