![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন ব্যক্তি মাএ ৷লিখতে পছন্দ করি ৷যা ভালো লাগে তা ই লিখি
বাংলাদেশে রাস্তার কুকুরও দেখে শুনে নিয়ে তাদের চেতনা শান্ত করে ৷ আর বিকারগ্রস্ত কুকুরগুলোই শুধু চারপাশ না দেখে চেতনা শান্ত করতে ব্যস্ত থাকে ৷তখন কিন্তু আশেপাশের মানুষ লাঠি দিয়ে কিংবা লাথি দিয়ে ছুটানোর চেষ্টায় মগ্ন থাকে ৷ অনেকে ইটও ছুড়ে দেয় সেই কুকুরগুলোর উপর !
তবে কিছু অতি ভদ্রসাজী মানব- কুকুরের সেই দৃশ্যকে দেখে ভিডিও রেকর্ডিং চালু করে দেয় ৷সেগুলোকে কুকুরের কাতারেই ফেলা যায় ৷
পরবর্তী প্রজন্ম কি শিখবে?তারা তো তাদের চেতনা শান্ত করতে ইভেন্ট খুলবে ৷তারপর ১৪ই ফেব্রুয়ারী গুলোতে চলবে গনধর্ষন ৷সেই দিন বেশী দেরী নেই ৷যদি ১৪ই ফেব্রুয়ারী তাকে জুতাপেটা করা না যায় তাহলে হরফ করে বলতে পারি দেশ পতিতালয় হতে দেরী লাগবে না ৷
শাম্মী হক-বিশিষ্ট মানুষ! চুমোচুমি আপ্নি আগে শুরু করবেন ৷ তার আগে আমাকে একটু জানিয়ে নিবেন ৷সরাসরি না দেখতে পেলে মজা কোথায়! তারপর লাঠি ,ইট এগুলো মারবে কে?আসতে হবে তো!তাই না!
সেই জন্য বারবারই বলতে হয়,হায় বাঙালী! মানুষ হলো,সুযোগ সুবিধাও পেল !কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারলো না ৷
©somewhere in net ltd.