![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন ব্যক্তি মাএ ৷লিখতে পছন্দ করি ৷যা ভালো লাগে তা ই লিখি
বাসে মেয়েদের কয়েকটি সিট বরাদ্দ থাকে, প্রশ্নই উঠেনা তাদের জন্য কেনো সিট বরাদ্দ রাখবো আমরা?
তারা তো সমঅধিকারের জন্যে রাস্তায় নেমেছিল, তো? এখন সিটের ক্ষেত্রে,চাকরি কোঠা,ভার্সিটি কোঠা,গ্রামাঞ্চলে তাদের পড়ালেখার অতিরিক্ত সুবিধা কেনো মেনে নিব আমরা? অসম্ভব।
-এবার আসি মন গলানো কথায়। সমান অধিকার দাবীর আগে একজন মেয়ে যতক্ষন কাজ করে ২০ টাকা পেত, একজন ছেলে ৩০ টাকা পেত তখন। কেনো?
আপনি বাসে উঠলে একটা মেয়ে দাড়িয়ে থাকা অবস্থায় শরীরে যত্ন নিয়ে হাত বুলিয়ে দিচ্ছেন, কেনো?
আপনার মা বা বোনকে নিয়ে বাসে উঠে দেখলেন মহিলা সিটে পুরুষ বসে আছে,আপনি তখন কেনো ওদের উঠতে বলবেন, কোন সাহসে? তখনই কি আপনার মা বোন দুর্বল?
মানসিকতা বদলান দেশ বদলাবে ।আপনি যেমন মা বোন নিয়ে বাসে উঠলে চিন্তায় থাকেন কখন তারা সিটে বসতে পারবে, অন্য মা বোনরাও চিন্তা করে কখন একটি সিট খালি হবে। যানেনই তো বোধহয়,অশিক্ষিত কিছু লোক এখনো বউ পেটায় (হাউ ফানি) আপনাকে কিন্তু অশিক্ষিত বলছিনা!
ব্যাপারনা, আপনাদের যা খুশি বলুন। মা, বোন বা বউ না থাকলে টের নাও পেতে পারেন
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৮
পাল অনিক বলেছেন: ঘরের সবকিছু ধুয়ে ফেলতে পারেন,আপনার উনি খুশি হবেন
২| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৭
ভাললাগে না বলেছেন: সম অধিকার না, সঠিক অধিকার দরকার।
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭
পাল অনিক বলেছেন: হুম সেটাই,সমান অধিকার + অগ্রাধিকার (ছেলেরা এজন্যই মুলত রাগ দেখায়) ।এক্ষেত্রে ত্যাগ স্বীকার করাটাই ভালো, তারা পুরুষের থেকে কিছু দুর্বল সেটা মাথায় রাখা উচিত (সবার ক্ষেত্রে নয়)
৩| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫০
বারিধারা বলেছেন: সম অধিকার হল মেধা বিকাশ এবং সুযোগের জন্য। বাংলাদেশে কোন জবে এবং সংসদ বা এরকম জায়গায় 'কোটা' বা 'সংরক্ষিত' শব্দ যতদিন থাকবে - সম অধিকারের মুখে ততদিন হাগু!
০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৮
পাল অনিক বলেছেন: 'কোটা'-ও সুযোগের জন্য। পড়ালেখার ক্ষেত্রে তাদের জন্য কিছুটা জায়গা বরাদ্দ রাখা হয়েছে যাতে আগ্রহী হয় এবং ভবিষ্যতে কোটা উঠিয়ে দিলেও হয়তো নারী শিক্ষা থেমে যাবে না। তবে আমার বাবা অমুক,আমার দাদা তমুক হলে যে কোটা তার বিরুদ্ধে আমি
৪| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১২
মাঝিবাড়ি বলেছেন: এতোটা এগ্রেসিভ হয়ে কি লাভ! যাই হোক কোটা ফোটায় বিশ্বাসী নই আমি!
ঘরের কাজের পরামর্শের জন্য ভালবাসা রইল,
{[আমি আসলেই ঘরের কাজ হারা দিনই করি]}
আঁচলে আঁচলে থাহি... হা হা হা
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:০২
পাল অনিক বলেছেন: ইহা এগ্রেসিভ নহে,আমি মজা করতে গেলেও গম্ভীর্যতা চলে আসে। আপনার প্রতিও ভালোবাসা রইলো
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৯
মাঝিবাড়ি বলেছেন: ও বা সোনা, খিতা লিখলাই!? এতো ট্যাঁখা খরচ করিয়া পুখুর খাটিলাম তোমার খম্বল ধোলাই করিবার লাইগা নি!??