![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন ব্যক্তি মাএ ৷লিখতে পছন্দ করি ৷যা ভালো লাগে তা ই লিখি
কখনো কাজ ছাড়া থাকবেন না। ছোটো ছোটো প্রোজেক্ট বা বিভিন্ন কিছু শেখার উপর সময় গুলোকে খরচ করবেন। নয়তো অন্যের সমালোচনা করতে করতেই দেখবেন রাত পেরিয়ে দিন হয়ে গেছে। অথচ শিক্ষার কিছুই অর্জন করতে পারলেন না।
যারা বলেন শিক্ষার সময় পেরিয়ে গেছে আবারো বলি শিক্ষার শেষ নেই ।
এই ধরুন আপনি প্রেম করেন। ব্রেকাপ হলো-একজনের আরেকজনের বিরুদ্ধে নিন্দা শুরু। একজন বলবেন ওর অনেকগুলো গাপ্পেন ছিলো,আরেকজন বলবেন ওর অনেকগুলা বপ্পেন ছিলো ।এভাবেই দিনের পর দিন লেগে থাকবেন বিভিন্ন বিষয় নিয়ে। ফলফল - 'বাশ আমার শরীরে,আনাচে কানাচে' (কোনো গানকে হেয় করার উদ্দেশ্য নহে)
আবার ধরুন আপনি পড়ালেখায় যেমনই হোক বাসা থেকে বলবে ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার হতে। কিন্তু আপনার কোনোটাতেই ইচ্ছা নেই বলিয়া হিমু হয়ে মুখ দিয়ে ধোয়া উড়াতে উড়াতে পড়ালেখা ছাড়িয়া দিলেন। তারপর গান চলবে রিকশা কেনার আকুতি নিয়ে।
ভেবে দেখেছেন কেউ ভেবে নেয় জীবনটাকে এডভেঞ্চার দিয়ে ভরে ফেলবে। কেউ বা সমাজের শৃঙ্খলাকে মেনে নিয়ে সারা দিন মুখ বইয়ে গুজে ভবিষ্যতে সমাজসেবা করবে। কেউবা ভাব নিয়ে বলবে,আমি এটা পারি-তুই কি পারিস?
জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন যাতে কেউ শিখতে চাইলে মুখে জোড়ালো হাসি না দিয়ে শিখিয়ে দিবেন। ভুল হলে অপমান না করে শিখিয়ে দিবেন ।তবুও কাজের মধ্যে রাখুন নিজেকে।
ভাব বলিয়া কিছু নেই, নিজে অপমান হলেও একটি বিষয়ে নিজেকে স্থির রেখে এগিয়ে যান,সাফল্য না খুজিয়া জীবনকে সুন্দর করুন
০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:০৯
পাল অনিক বলেছেন: আমার কথাটা বলি,চেয়েছি সব ইনস্ট্রুমেন্ট একবার করে শিখে নিবো ভালো লাগে বিধায়। ভায়োলিন যখনই শিখতে গেলাম বন্ধুরা হাসাহাসি করছিল। কোনো কথা না বলে টপিক চেঞ্জ করে দিই। আপনার আশেপাশের মানুষ আপনাকে টেনে আটকাবে বিভিন্ন ভাবে, ওসব দেখলে নিজের ক্ষতি। আপনার জন্যও শুভেচ্ছা রইলো,নিজের মনের কথা শুনবেন -অবশ্যই ভালো টা
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৪
ফয়সাল অন্তু বলেছেন: আমিও আর দশটা মানুষের মতো চোলেছি এতটা দিন,দিন শেষে আপনার কথাটাই নিজে থেকে বুঝেছি। তবে ঠিক আশে পাশের অনেক মানুষের অনেক কিছু দেখে চুপ করে থাকা কঠিন ছিল। আপনার লেখাটার জন্য শুভেচ্ছা রইলো।