![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।
প্রায় প্রতিদিন লেট করে। কতক্ষন যাবত দাঁড়ানো।
বিরক্তিকর।
মেইন রাস্তার সাথে এভাবে দাড়াতে কতক্ষন ভাল লাগে।
এমনিতেই ঘুম থেকে উঠতে লেট হয়েছিল। কিভাবে যে ৩০ মিনিটের মাঝে গোসল ব্রাশ রেডি হয়ে আসলাম। সেটা না আমি জানি।
ধুর! ভাল্লাগে না আর।
একবার ভাবলাম তেনাকে ফোন করে বলি।
কিন্তু সেটা আর করা হলনা। করলে তো ঝারি খেতে হব।
ঝামটা দিয়ে বলবে " তুমিতো সবসময় দেরি কর।"
থাক ফোন না করি।
পাসের দোকান থেকে সিগারেট নিলাম।
সাথে চা, পেটে কিছু পরেনি। একটা বিস্কুটও নিলাম।
সিগারেটা আয়েশ করে টানছি, এমন সময় দেখা পেলাম।
ওই তো হেলে দুলে আসছে।
লম্বা করে ২টা টান দিয়ে সিগারেট টা ফেলে পা দিয়ে নিভিয়ে দিলাম।
আমি একটু এগিয়ে কাছে আসতেই একটা কর্কশ কণ্ঠ বলে উঠিল,
"আরে মামা এই বাসে জায়গা নাই, পরের বাসে আসেন। দেখেন না পা রাখার জায়গা নেই"
হেল্পারের এমন কথা শুনে ফেরত আসি, আবার সিগারেট ধরাই।
"তাহাকে" আমি ফোন না দিলেও তিনি আমাকে ফোন দিলেন।
আমি ফোন ধরে জানালাম আসতে একটু লেট হবে।
বস বললেন তারাতারি আসতে। একটু পরে ক্লায়েন্ট আসবে। মিটিং আছে।
হায়রে ঢাকার শহর, হায়রে ঢাকার বাস,
নিজের বউ এর জন্যও এতক্ষন অপেক্ষা করি নাই জীবনে।
যতটা তোমার জন্য করেছি আমি।
লেখাঃ ২৫ নভেম্বর ২০১৬
©somewhere in net ltd.