নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
এক নারীর গর্ভে আমার জন্ম, তাতে কি?
এক নারী আমার বোন, ক্ষতি কি?
এক নারীর দেহের প্রতি আমি লোভী, পুরষ মানুষ
'উত্তাল যৌবনের ধাক্কায় নষ্ট পুরুষ'।
এক নারী আমার প্রিয়তম প্রেমিকা
যার হাত ধরে অবলীলায় করে ফেলি অজস্র প্রতিজ্ঞা,
এক নারী আমায় নিয়ে স্বপ্ন সাঁজায়
খোঁপায় বেলীফুল জরায়
লালটকটকে শাড়ী পড়ে
হাতভর্তি কাঁচের চুড়ি
কপালের মধ্য ভাগে ছোট্ট লাল টিপ
অপ্সরীর তুলনায় কম না!
তাতে আমার কি?
তবুও আমার ভালোলাগে, পাশের বাড়ীর সৌমিতা দিদি
মেয়েটা খাসা মাল কিন্তু
পাছা দুলিয়ে যখন হাটে
টপ টপ করে আমার জীব থেকে লালা ঝড়ে
আমি চোখ দিয়ে গিলে খাই তার আবৃত দেহ,
মাগীটাকে বাগে পেলে হয় একদিন
বুঝিয়ে দেব, ওড়না ছাড়া হাটা, ঝাল মিটিয়ে দেব।
এক নারী তীব্র শীতে আমায় বুকে জড়িয়ে রাখে
এক নারীর আশ্রয়ে আমার নিঃশ্বাস বাড়ে
এক নারী আমার লম ভর্তি বুকে আশ্বাস খোঁজে
ধূর, বাল যতসব,
এক নারীর দেহে দেখি আমি মাংসের তুফান
এক নারীর দেহে খুঁজি যৌণতার স্বাদ ।
এক নারী আমার মেয়ে হতে পারতো!
এক নারী আমার ঘরের লক্ষি হতে পারতো!
হয়নি,
নারী কেবলি উথিত লিঙ্গের দাবানলে পুরতে থাকা একদলা নরম মাংসপিণ্ড।
©somewhere in net ltd.