নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
এই হাতে হাতটি রেখে
বলেছিলি, তুই আমার হবি
হৃদয় দিয়ে হৃদয় বেধেঁ
সারাজীবন পাশে রবি।
চোখের তাড়ায় চোখটি রেখে
বলেছিলি, এই চোখেরি স্বপ্ন হবি
ভালবাসার আচঁল তলে
আজীবন বেধেঁ রাখবি।
কথাছিল তুই শুধু আমার হবি
দিন ফুরোলেও এই জীবনের ছায়া রবি
তোর আমার সুখগুলো দেখে
হিংসায় জ্বলবে এক পৃথিবী।
অথচ আছ তোর চলার পথ বদলে গেল
তবে কি দিনগুলো সব মিথ্যা ছিল!
তোর কথাগুলো না রাখা এক কাব্য হল
বুঝিনি সবটাই তোর নাটক ছিল।
অভিনয়টা বেস ভালোয় পারিস
এখন তুই অন্য ঘরে অন্য বুকে
সুখ সুখ হাসিমুখ ক্যামনে থাকিস!
©somewhere in net ltd.