নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

হযবরল

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫১

প্রেমেরতো নিয়ম জানি না
ভালোবাসার প্রহর গুনিনা
হিসাবেতে আমি বড্ড কাঁচা
আটকে গেছে তাই দেনা পাওনার খাতা।
ভুল প্রেমে সব নষ্ট হল
হারিয়েফেলা অতীতগুলো
স্বপ্ন গুলোয় ভুল ছিলো।

তোর চোখের ভাষা বুঝিনি
মনের কথাগুলো পরতে পারিনি
ব্যাকারণে তাই সন্ধি মেলেনি
বিসর্জনে তুষ্ট দেবী
আরাধনায় তৃপ্ত হয়নি।

কোন স্বর্গে তবে দেবির বসত!
ভালোবাসা কি সেইখানে নরক ভোগ?

প্রবল ধ্যানে মগ্নসেবী
ক্ষমারদোর এবার বুঝি খুলবে দেবী,
দিন থেকে রাত পেরিয়ে যায়
সব ভুলেছি দেবীর আরাধনায়।

দেবীর চরণে হলাম বলি
তবুও দেবীর মান ভাঙ্গেনি
পিশাচ দেবী মন মন্দিরে আসন পাতেনি।

প্রেম মন্ত্র কি ভুল ছিল!
দেবী কি তাই অসুর হল!

দেবীও দেখো দিব্যি হেসে
বদ করলো আমায় এমন ভাবে
এখন না পারি বাঁচতে আর, না পারি মরতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:০০

মোহাম্মদ শাহ বলেছেন: শেষের লাইন অসম্ভব সুন্দর হয়েছে, আমি শব্দটা না দিলে আরো ভালো হতো মনে হয়।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৭

নূর আলম হিরণ বলেছেন: দেবীর চরণে হলাম বল
তবুও দেবীর মান ভাঙ্গেন
ভাঙ্গেন নাকি ভাঙ্গেনি হবে?
তবে সব মিলে ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.