নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
হুম, সব-দোষ আমারি
তুইতো ধৌয়া তুলসী পাতা
আমিই অভীনেতা, মিথ্যুক মন্ত্রি
নির্বোধ জনতা, একদম যা- তা ।
আমিই অসভ্য, জঘণ্য, ইতর
আমার মুখেই রাম নাম
আমার ভেতর চোরের লক্ষণ
যা- তোর সব অপবাদ মেনে নিলাম।
আমি অভিসপ্ত যিশুর ক্রুদ্ধ
নিষিদ্ধ রাতে নষ্ট
তোর এক জীবনের দুঃস্বপ্ন।
অথচ আমিই ছিলাম
তোর বুকের কাঁপন, শাড়ীর আঁচল,
তোর মধ্য রাতে বলা শেষ শব্দ
আমাতেই হত তোর নিঃস্ব জীবন পরিপূর্ণ।
আজ হটাৎ নিষিদ্ধ হলাম
তোর জীবনের সবচেয়ে বড়, ভুল হলাম ।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: প্রচুর অশুদ্ধ বানানের কারণে একটা শুদ্ধ ভাবনার নান্দনিকতা হারিয়ে গেল।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৮
ধ্রুবক আলো বলেছেন: ভাই রিল্যাক্স, এতো কষ্ট গ্রহন করবেন না.,, নিজের মত জীবন গড়েন
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: যত দোষ নন্দ ঘোষ।
+++
অনেক বানানা ভুল আছে, ঠিক করে দিন প্লিজ।