নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

প্রেমে মিত্যু

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

মৃত্যুর ঠিক আগ মূহুর্তে, আমি জেনে গেছি বুঝে গেছি
আমার খুনের বিচার হবে না, খুনির বিচার হবে না।
সন্ধ্যার বুলেটিনে কোন এক রমণী মিহি সুরে বলবে "বিশেষ সংবাদ:
"শহরে এক অজ্ঞাত প্রেমিকের লাশ পাওয়া গিয়াছে; যার দেহে হৃদপিন্ড নেই,
পোষ্টমর্টমে বলা হয়েছে তীব্র বিষে তার মৃত্যু "।
অথচ কেউ জানবে না!
সেই কবেই সাবালিকা হৃদয় হরণ করেছে
তার ঠোটে ঠোট ছুয়েই মরেছি।
কোন এক লাশ কাটা ঘরে আমি পরে থাকবো
লাশের পরিচয় মিলবে না, খুনির বিচার হবে না।

হয়তো কোন অখ্যাত কবি আমায় নিয়ে লিখবে তার অমর বাণী
"ভালবাসায় যার মৃত্যু, নিশ্চয় সে সর্বশ্রেষ্ট প্রেমিক "।

বিচার না হোক, আমি চাই রাষ্ট পক্ষ শহর জুরে শোক ঘোষণা করুক
শোকের ছায়া নামুক শহরের অলিতে-গলিতে, রাজপথে
সাবালিকা জানুক ভালবাসাহিন ঐ চোঁখ আমায় কি করুণ মৃত্যু দিয়েছে।
আন্দলোনে নামুক নারীকূল
সাড়ে সাত কোটি নারী চিৎকার করে বলুক
"রাষ্ট্রীয় প্রেমিক ঘোষণা করা হোক তাকে"

বিচার না হোক, আমি চাই
সাবালিকা হিংসায় জ্বলুক-পুরুক
তবেই স্বার্থক, আমার এই অকাল মৃত্যু।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

ধ্রুবক আলো বলেছেন: ভাই বেচে থাকলে এমনেই সাবালিকা জ্বলে পুড়ে মরে যাবে,,

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: আপনি প্রেমিক, বিশ্ব প্রেমিক! তাই মানুষ কে ভালোবাসতে শিখুন। যে আপনাকে খুন করেছে তাকেও!
এই সমস্ত আবেগী আর ছেলে মানুষি ছেড়ে বাস্তবে ফিরে আসুন।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১০

কানিজ রিনা বলেছেন: এরশাদ চাচা বিদীশার ভালবাসার তরে
উদাশীন হয়ে বলে ছিল তোমার ভালবাসার
ভেলায় যেন আমার মৃত্য হয়। কিন্তু মৃত্যু
হয়নাই। তাই বিদীশা জলে পুড়ে মরে।
ধন্যবাদ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.