নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
হারতে হারতে
হারিয়ে ফেলেছি সব-
এই জীবনের ছন্দ
মধ্য রাতের স্বপ্ন
ভোরের সূর্য,
হারিয়ে ফেলেছি ঘুম নামক শব্দ।
এখন আমি ঘুমায় না
তারায় তারায় জ্বলি
এই জীবনের দীর্ঘ নিঃশ্বাস
অন্ধকারে ঢাকি।
অথচো আমিও জিত্তে চাইতাম
জয়ের নেশায় মাতাল ছিলাম
পাশার দান উল্টে দিতে
সব বাজী ধরেছিলাম,
হটাত করেয় খেলার মোড় বদলে গেলো
রানীর চাল পাল্টে গেলো
আমি হেরে গেলাম
শূণ্য বুকে নিঃস্ব হলাম।
এখন আমি নিঃস্ব বড়ো
বাড়িয়ে চলি বুকের ক্ষত
তাজা কষ্টে পুড়ায় নষ্ট দেহ।
এখন আমি শূণ্যে ভরা
এখন আমার কেবল
কষ্ট বুকে ব্যাক্তিগত নিশ্বাসে
সংজ্ঞাহীন বেচে থাকা।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৮
কানিজ রিনা বলেছেন: ওরে পাগলললল পাগলললল...বুঝিয়ে বল
তারে যেতে হবে পারে। অবেলার বেলা পানে
চাও চাওরে। বাইতে জাননা কেন ধর হাল
ভাঙা তরীতে জলে ডুবা ডুবা চুবানো খেয়ে
ধরেছে পায়ে ওহে কান্ডারী আমায় বাঁচাও
বাঁচাওরে। মন মাঝিটা মাতাল মাতালরে।
ওরে পাগল.... পাগলললললরে। (পবনদাস
বাউল)
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪২
ভাবনা ২ বলেছেন: সুন্দর কবিত্। পাঠে খুব ভাল লাগল ।