নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

ভুলতে চাই

২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

রংচঙ্গা ঠোটে লাস্যময়ি হাসির আড়ালে
এক জীবনের দীর্ঘনিশ্বাস চেপে রাখা
নিশিকন্যার শরীরে দিশেহারা
ক্ষোভ বমি করে দিয়ে তোকে ভুলতে চাই,
এলকোহলের বন্যায় লিভারটাকে পচিয়ে
গাজার গন্ধে নিজেকে বিসর্জন দিয়েও তোকে ভুলতে চাই।
যে হৃদয়ে তোর পাকাপোক্ত আবাসস্থল ছিল
তা বিষাক্ত নিকোটিনের ধৌয়ায়
কানায় কানায় পূর্ণ করি
কেবল তোকে ভুলতে চাওয়ায়
এড়িয়ে যাই চেনা গলিপথ
পরিচিত বারান্দা, চির চেনা মুখ
এড়িয়ে যাই ব্রেণের সেলে জমে থাকা সৃতি, পুরোনো অতীত
এড়িয়ে যাই তোর অস্তীত্ব, এড়িয়ে যেতে চাই তোর আসক্তি।
আসক্ত হয়ে পরি বেশ্যার রঙ্গে ঢঙ্গে
আসক্ত হয়ে পরি মাতালের আসরে
লিভারটাকে মদের বোতলে ডুবিয়ে দিয়ে
খিস্তীতে তোকে ধর্ষণ করে
আমি আসরের মধ্যমণি হয়ে যাই ,
লাল লাল চোখ ঘীরে থাকে আমাকে
প্রসংসার কলরবে টেবিলে দু'বতল বারতি চলে আসে
গিলে খাই অমৃর্তের শেষ বিন্দু
যেমন করে গিলে খেতাম তোর ঠোটে জমানো রস, বিষাক্ত।
যে তোর হাসিতে মাতাল ছিলো
সেই আমার আমিকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করি,
ঠোটে তুলে নেয় গাজার স্টিক
দু'টানেয় ঝিম ঝিম করে, মাথা
ক্যাবিত্ব এসে ভর করে
আমি কবি হয়ে যাই
লিখেফেলি ইতিহাসের শ্রেষ্টতম ব্যার্থ কবিতা ।
রাষ্ট্রের চোখে আমি বখাটে নামে নষ্ট হয়ে যাই
ঘুরে বেড়ায় আশুদ্ধ নগরীর এগোলি ওগোলি
কেবল তোকে ভুলতে নষ্ট খেলায় নষ্ট জীবন বাজীধরি
কেবল তোকে ভুলতে কথিত শুদ্ধ সমাজের চোখে
তীব্রঘৃণা নিয়ে আমি বার বার আত্তহত্যা করি
মরা লাশ হয়ে প্রিয় শহরে ঘুরিফিরি।

তবুও আমি ভালো থাকতাম
কেবল তোকে যদি ভুলতে পারতাম।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

বিজন রয় বলেছেন: অনেক কিছু চাইলেই ভোলা যায় না।
যা আপনি অনুভব করেছেন।
+++

২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

মাঝিবাড়ি বলেছেন: দারুন ক্ষোভ থেকে লিখেছেন, কিছু কিছু বানান ভুল আছে, ঠিক করে নিবেন।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

কানিজ রিনা বলেছেন: যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায়
মাতাল বল ধন্য হয় সে মাতলামী।
মাতালের কাব্যিক কবিতা ভালই হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.