নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
কবি স্তব্ধ নিরব কবিতার শব্দ
বেলকুনিতে এক জোরা গোলাপ ফুটেছে
দক্ষিণা হাওয়া বইছে
তবুও কবি কেনো বিমূর্ত!
সন্ধ্যার দ্বিপ জ্বলে যায়
অন্ধকার নেমে আসে
একফালি চাঁদ আকাশে
মিষ্টি করে হাসে,
তবুও কবি সংজ্ঞাহীন
ভাষা নেই মুখেতে..
কি হয়েছে কবির!
কেনো কবি আজ শব্দহীন?
কলম গুলো ছড়িয়ে ছিটিয়ে
কবিতার খাতা শূণ্য পড়ে থাকে
তবে কি কবি ছন্দ ভুলেছে
পাড়ে না আর লিখতে......!
দেশ বিদেশে রব উঠেছে
কবির মিত্যু হয়েছে মিত্যু হয়েছে
যে কবি লিখতে ভুলেছে
যে কবির শব্দে আর ধার নেই
সেই কবি আর যাই হোক জীবিত নেই
তবুও কেউ কেউ আশায় বাঁচে
চিৎকার করে বলতে চায়
কবি মরতে পাড়ে না কবির মিত্যু নেই,
দূড় বিশ্বাস তাদের বুকের মাঝে, কবি ফিরবেই..
আবার লিখবে কবি "
স্রোতের ধার কেনো বয়
জোস্না রাতে মানুষ কেনো নষ্ট হয়।"
কবি তখনও মৌন্য
চোখ ছলোছল
একটু আগে কবি মিত্যু দেখেছে
কি বীভৎস! কি ভয়ংকর!
রাস্তায় পড়ে আছে মৃত লাশ
ক্ষুধারথ শকুনেরা ছিড়ে খাচ্ছে মানচিত্র
রাজপথে লাশের মিছিল
বারুদের গন্ধ বাতাসে...
কবি সেখান থেকে পালিয়েছে
বাঁচার তাগিদে বেঁচে থাকতে।
সেই কবি কি ভাবে মানুষ জাগ্রত করবে
কিভাবে আর লিখবে
"লড়ছে মানুষ পুড়ছে মানুষ জ্বলছে দেখো চিতায়
মানুষ নামে মানুষ আছে মনসত্ত আর নাই।"
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চালিয়ে যান, একদিন ভালো করতে পারবেন।