নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আমি আর যা কিছু চাই তোমায় চাই না,
খাঁ খাঁ রোদ চাই মরুর মত তপ্ত বুক চাই
তবুও কুয়াশা সিক্ত ভোর চাই না।
আমি আর যা কিছু চাই তোমায় চাই না।
নির্ঘুম রাতের গহীণ অন্ধকারেও
বুকের ক্ষত লুকিয়ে রয় না
পূর্ণ জোস্নাতেও মানুষ চেনা যায় না।
বর্ষা আমার চাই না, গ্রীষ্মের প্রখড় রোদে মনটা পুড়িয়ে
বসন্তকে ফিরিয়ে দেবো
ঝড়ে পরুক সব ফুল স্বপ্নগুলোর মত
সাজানো বাগান আমার চাই না।
অভীমানের বেড়াজালে আটকা পড়ে গেছে ভালোবাস
শব্দগুলো আর হৃদয় স্পর্শ করে না।
কষ্ট বুকে মাতাল হয়ে আছি
ঘৃণা পুড়িয়ে দিচ্ছে ভালোবাসা
তাই দূরে সরে যাচ্ছি ঠীক যেভাবে চেয়েছিলে তুমি।
ভয় পেয়োনা, আমার বেতাল শব্দরা
কখনোই তোমার ঘর পুরাবে না
কথা দিচ্ছি, প্রবল জ্বরের ঘোরে
ব্যাথার চাঁদর জড়িয়ে পরে থাকলেও ফিরতে বলবো না।
নষ্ট শব্দে ব্যর্থ কাব্যের অন্তরালে নিজেকে পিষতে পিষতে
কালেরগহ্বরে হারিয়ে যাবো
বুকের ক্ষত বাড়তে বাড়তে সেলিং ছুয়ে ফেললে
শূন্যতার দড়িতে ঝুলে পড়ব
কষ্টের পদাতলে পিষ্ট হতে হতে
বেওয়ারিস হৃদয়টাকে মর্গে পাঠীয়ে দেবো
আহাজারিতে আর তোমায় চাইবো না।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩
মৌমুমু বলেছেন: সুন্দর! কিছু লাইন খুব ভালো লেগেছে।
শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯
অ্যালেন সাইফুল বলেছেন: ভাল লেগেছে।