নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

এসো হে বৈশাখ

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১

বান্দরবন থেকে সুন্দরবন
আমি দেখেছি কিছু মুখোসধারি পশু
লেজ কাটা বাদর
হরিণির মত সুনয়না সাবালিকা।
খবরের কাগজে ছাপা হয় করুণ চিত্‍কার
জানোয়ার গুলো মুখোশের আড়ালে থেকে যায়।
নদিমাতৃক এই বাংলাদেশে একটা সাগর আছে
হয়তো কিশোরির আত্তচিত্‍কারে সাগরটাও ফুঁসে উঠবে
কিন্তু আমরা নিরব থেকে যায়।
ঐই জানোয়ারদের বগলের নিচের বালগুলোও অক্ষত থেকে যায়।
বিপুল উত্‍সাহ উদ্দিপনায় আসছে পহেলা বৈশাখ
আরতো মাত্র কটা দিন,
সংবাদ বুলেটিনে আসছে ব্যাপক বিনোদন।
ইলিশের দামের নিচে চাপা পড়ে যাবে
আবার কোন কিশোরির করুণ চিত্‍কার
লেজকাটা বাদরগুলো দুষ্টমিতে মেতে উঠবে
বেরিয়ে আসবে মানুষের ভেতর থাকা হায়েনা।
কোন অক্ষ্যাত কিশোরি করবে দখল
খবরের কাগজের প্রথম পাতা ।
ধর্ষক এই সমাজ হাততালি দেবে
নাপুংষকের মত clap everybody clap।
মহাসমারহে আসছে ১৬ কোটি মানুষের প্রাণের উত্‍সব
আসছে বাঙ্গালির প্রাণের উত্‍সব।
আবার কি কোন কিশোরির সতিচ্ছেদের
মধ্যদিয়ে হবে বর্ষ বরণ!
কান্নার বিলাপ ঢাকা পড়বে
দূর মাইকে বেজে ওঠা
রবি ঠাকুরের গানে "এসো হে বৈশাখ এসো এসো"।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯

বিজন রয় বলেছেন: কবিতার বক্তব্য মনে হয় ধরতে পেরেছি।

সবাইকে সজাগ থাকতে হবে।
জানোয়ারদের রুখতে হবে।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫২

পাজী-পোলা বলেছেন: একটু চাঁদগাজী ভাই কে বুঝিয়ে দেবেন? প্লি্জ ..।

২| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



এইদিন কোন কিশোরীকে ধর্ষণ করার প্ল্যান করছেন, মনে হয়! র‌্যাব এখনো আছে কিন্তু

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৯

পাজী-পোলা বলেছেন: আমি অত্যান্ত নিরীহ প্রাণী। সৌন্দর্য দেখতে পারি বিনিষ্ট করতে পারি না.।

৩| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

অতঃপর হৃদয় বলেছেন: বৈশাখ আসবে আসবে বলে কথা দিয়েছিল এখনো এলো না।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৯

পাজী-পোলা বলেছেন: চলে গেল.।.।.।

৪| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯

কানিজ রিনা বলেছেন: কিশোরীরা বোরখা পড়ে পহেলা বৈশাখে
বের হয়ে পান্তা ইলিস খাবে।
পর্দা না করলে শিশুরাও ধর্ষীত হবে এটা
আবার নতুন কি।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০০

পাজী-পোলা বলেছেন: আফচোস, মেয়ে গুলো বুঝলো না.।।।।

৫| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো বলেছেন, কিন্তু বুঝবে কে?!

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০২

পাজী-পোলা বলেছেন: আপনি......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.